মুম্বই: বলিউডে কান পাতলেই নানা জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে বিয়ের খবর। একদিকে যখন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt), ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের খবরে সরগরম বলিপাড়া, তখন আর একদিকে শোনা যাচ্ছে বলিউডের আর এক জনপ্রিয় নায়কের বিয়ের খবর। তিনি রাজকুমার রাও (Rajkumar Rao)। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের বান্ধবী পত্রলেখাকে। যদিও রাজকুমার রাও কিংবা পত্রলেখার পক্ষ থেকে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 


দীর্ঘদিন ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে সম্পর্কে রয়েছেন 'শাদি মে জরুর আনা' অভিনেতা রাজকুমার রাও। নিজেদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা। সূত্রের খবর, চলতি মাসের ১০, ১১, ১২ তারিখে ঘনিষ্ঠ আত্মীয়দের মাঝে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে বসতে চলেছে এই তারকা জুটির বিয়ের আসর।


আরও পড়ুন - Poonam Pandey Assualted: হাসপাতালে ভর্তি পুনম পাণ্ডে, গ্রেফতার স্বামী শ্যাম বম্বে


একটি সূত্রে দাবি করা হয়েছে যে, একেবারে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। বলিউড ইন্ডাস্ট্রির একেবারে ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত থাকতে চলেছেন এই বিবাহবাসরে। 'বধাই দো' অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা কোভিড পরিস্থিতিতে খুবই স্বল্প আয়োজনে বিয়ে করতে চেয়েছিলেন। তাই চণ্ডীগড়ে বিবাহবাসরে উপস্থিত থাকতে চলেছেন স্বল্প সংখ্যক অতিথি। বহু সূত্রেও আবার এমনটা দাবি করা হচ্ছে যে, ইতিমধ্যেই নিজেদের ঘনিষ্ঠ মহলে বিয়ের কথা জানিয়েছেন।


প্রসঙ্গত, এই মুহূর্তে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন 'স্ত্রী' অভিনেতা রাজকুমার রাও। তাঁকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে 'বধাই দো' ছবিতে। এই ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'মনিকা - ও মাই ডার্লিং', 'হিট - দ্য ফার্স্ট কেস'-র মতো একাধিক ছবি।