মুম্বই: মনের কথা বলার জন্য তিনি বেছে নিলেন মাতৃভাষা। বাংলা হরফে বিয়ের ভেল বা ওড়নায় জরির সুতো দিয়ে যত্ন করে লিখিয়ে নিলেন, 'আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম'। চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলাতে তাঁদের ১১ বছরের প্রেম পরিণতি পেল বিবাহবন্ধনে। সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও (Rajkumar Rao) ও পত্রলেখা(Patralekhaa)।


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দুটি ছবি শেয়ার করে পত্রলেখা লেখেন, 'আমার সবকিছুকে আমি আজ বিবাহ করলাম। আমার প্রেমিক, আমার পার্টনার ইন ক্রাইম, আমার পরিবার, আমার প্রাণের দোসর। গত ১১ বছরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার কাছে তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখ এই পৃথিবীকে আর নেই।' 



একই সময়ে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বিবাহ বাসরের অন্য দুটি ছবি ভাগ করে নেন রাজকুমার রাও। আবেগের ছোঁয়া তাঁর লেখাতেও। রাজকুমার লিখছেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'



পত্রলেখার বিয়ের লেহঙ্গার বিশেষত্ব ইতিমধ্যেই নজর কেড়েছ নেটদুনিয়ার। তাঁর ওড়নার পাড়ে দেখা গিয়েছে বাংলা হরফ। পত্রলেখার লেহঙ্গা ডিজাইন করেছেন তিনি, তাঁর শিকড়ও এই বাংলাতেই। তিনি সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। বাংলার এই ফ্যাশান ডিজাইনারের পোশাকই এখন বলিউডের প্রথম সারির নায়িকাদের পছন্দ। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনের জন্য সব্যসাচীর পোশাকই বেছেছিলেন তাঁরা। দীপিকার ওড়নাতেও দেখা গিয়েছিল এমন লেখা, তবে তা দেবনগরী হরফে। পত্রলেখা বাঙালি, তাই নিজের মনের কথা লিখলেন নিজের ভাষায়। 


বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন নবদম্পতি রাজকুমার-পত্রলেখা


৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলায় চার হাত এক হল নবদম্পতির। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন নবদম্পতি। শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত অনুরাগীরা।