মুম্বই: প্রকাশ্যে এল আগামী ছবি 'ভিড়'-এর ট্রেলার (Bheed Trailer Out)। অভিনয়ে একগুচ্ছ তারকার দেখা মিলবে। শুক্রবারই এই ছবির ট্রেলার মুক্তি পেল। অনুভব সিন্হা (Anubhab Sinha) পরিচালিত এই ছবির টিজারই প্রত্যাশা বাড়িয়েছিল।
প্রকাশ্যে 'ভিড়' ছবির ট্রেলার
'আর্টিকল ১৫' পরিচালক অনুভব সিন্হা তৈরি তাঁর নতুন ছবি নিয়ে। এবার মুখ্য চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেডনেকর। গোটা ছবিই মূলত সাদাকালো ফ্রেমে তৈরি। করোনার কবলে পড়ে গোটা দেশ যখন স্তব্ধ হয়ে যায়, লকডাউন চালু হয় সর্বত্র সেই সময়ে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্থার চিত্র তুলে ধরবে এই ছবি। ওপরমহলের জন্য পরিযায়ী শ্রমিকদের যে কালো দিন দেখতে হয়েছিল তারই ঝলক মিলবে এই ছবিতে।
প্রায় ৩ মিনিট দীর্ঘ এই ছবির ট্রেলার শুরুই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠ দিয়ে, যেখানে তাঁকে বলতে শোনা যায় গোটা দেশে লকডাউন শুরু হওয়ার কথা। খাদ্যাভাব, স্বাস্থ্যের চিন্তা, মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফেরা, মৃত্যু, একাধিক টুকরো ছবির কোলাজ এই ট্রেলার, গায়ে কাঁটা দেওয়াবে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এক সাহসী পুলিশ অফিসারের রুখে দাঁড়ানোর কাহিনি দেখাবে এই ছবি, যে চরিত্রে রাজকুমার রাও।
অনুভব সিন্হার অন্যান্য ছবির মতোই এই ছবির ট্রেলারও মনে ভয় ধরানো ছবির সঙ্গে আবেগের দুর্দান্ত ব্যালান্স করেছে। এই ট্রেলার ওপর মহলকে প্রশ্ন করতে বাধ্য করবে।
ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, কৃতীকা কামরা, পঙ্কজ কপূর, আশুতোষ রানাকে। ট্রেলারেই স্পষ্ট দিয়া মির্জার চরিত্র এক স্বচ্ছ্বল পরিবারের। যে হঠাৎ লকডাউনে বাড়ির বাইরে অন্যত্র আটকে পড়েছেন। পঙ্কজ কপূরকে দেখা যাবে ধর্মান্ধ এক ব্যক্তির চরিত্রে যে না খেতে পেলেও মুসলিম কারও থেকে সাহায্য নেবে না। পুলিশের চরিত্রে রাজকুমার যে এই গোটা সিস্টেম দেখে বিতশ্রদ্ধ, এবং তাতে বদল আনতে চায়। ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৪ মার্চ।
আরও পড়ুন: Tu Jhoothi Main Makkaar: বড়পর্দায় রণবীর-শ্রদ্ধা জুটি দর্শকের মন কতটা জয় করতে পারল?