কলকাতা: বামেদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভিযোগ। 'কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে।' পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanra Majumder)। 


কী বক্তব্য সুকান্ত মজুমদারের?


'বিজেপির অভিযান রুখতে পুলিশ ব্যস্ত ছিল। এসএফআইয়ের আন্দোলন বিধানসভার গেট অবধি পৌঁছে দেওয়া হল। আমরা ভেবেছিলাম বিমানবাবুর চেয়ার অবধি পৌঁছে দেওয়া হবে। কারণ ওখানে একটা বোঝাপড়া চলছে। এতেই বোঝা যাচ্ছে কে কার দিকে আছে। জোট, ঘোট, আগামীদিনে কী হবে। কারা নো ভোট টু বিজেপি করেছিল ২০২১-এ। এখন সব পরিস্কার বোঝা যাচ্ছে। সবটাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার।'


রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের আন্দোলনের আঁচ। শিক্ষায় দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি। বরং মিছিল আটকানোর সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী। সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন। হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই। শিয়ালদা কোর্টের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।আটক করা হয় কয়েকজনকে। তবুও শিয়ালদা ব্রিজ হয়ে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে থাকে মিছিল। মুরলীধর সেন লেন পেরিয়ে যাওয়ার পরে সৃজন ভট্টাচার্যদের গ্রেফতারির খবর পৌঁছয়।এরপর সেখানেই মিছিল থামিয়ে দেন প্রতীক উর রহমানরা।

 অ্যাডিনো ভাইরাসের প্রকোপ, পরপর শিশুর মৃত্যু নিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে কুরুক্ষেত্র হয়ে উঠল করুণাময়ী চত্বর। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা। শুক্রবার দুপুর থেকে করুণাময়ীতে জমায়েত করেন বিজেপির নেতা ও কর্মীরা। দুপুর আড়াইটে নাগাদ করুণাময়ী মোড় থেকে শুরু হওয়া মিছিল পুলিশ আটকাতেই। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একটি গাড়িতে করে বিজেপি কর্মীরা করুণাময়ী মোড়ে পৌঁছতেই, গাড়িতে উঠে পড়ে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় গ্রেফতার ঘোষণা করা হয়। কিছুক্ষণ পরে লোহাপুল মোড় থেকে, ইন্দ্রনীল খাঁ, তনুজা চক্রবর্তী, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মিছিল শুরু হয়। বেনফিশ মোড়ে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। দুপক্ষের মধ্য়ে খণ্ডযুদ্ধে তুলকালাম বেধে যায়।


আরও পড়ুন: Calcutta High Court: বিচারপতির বাড়িতে পোস্টারকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, রিপোর্ট তলব হাইকোর্টের