Rajkummar Rao Update: শ্যুটিং শেষ হল রাজকুমার রাওয়ের আগামী ছবি 'ভিড়'-এর

Rajkummar Rao Update: পরিচালককে জড়িয়ে হেসে পোজ দিয়েছেন রাজকুমার রাও। হুমা কুরেশি, পত্রলেখা, সায়নি গুপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ একাধিক টিনসেল তারকা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার পোস্টে।

Continues below advertisement

নয়াদিল্লি: শ্যুটিং শেষ হল রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) পরবর্তী ছবি 'ভিড়'-এর (Bheed)। অনুভব সিংহের (Anubhab Sinha) পরিচালনায় নতুন অবতারে দেখা যাবে তাঁকে এই ছবিতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ভিড়' ছবির র‍্যাপ আপের খবর দেন 'স্ত্রী' অভিনেতা।

Continues below advertisement

অনুভব সিংহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা তাঁকে 'জিনিয়াস' পরিচালক বলে পোস্ট করেন। তিনি লেখেন, 'ছবি র‍্যাপ হল। আপনার সঙ্গে কাজ করে কতটা ভাল লেগেছে বলে বোঝাতে পারব না অনুভব স্যর। আপনি একজন জিনিয়াস পরিচালক।'

 

পরিচালককে জড়িয়ে হেসে পোজ দিয়েছেন রাজকুমার রাও। হুমা কুরেশি, পত্রলেখা, সায়নি গুপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ একাধিক টিনসেল তারকা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার পোস্টে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও এই ছবিতে তাঁর বিপরীতে ভূমি পেডনেকর অভিনয় করবেন। এছাড়াও রাজকুমার রাও ও ভূমি পেডনেকর একসঙ্গে 'বধাই দো' ছবিতে কাজ করেছেন।

আরও পড়ুন: Sushmita Sen Update: সম্পর্ক ভাঙল সুস্মিতা সেনের? রহমান শলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অবশেষে

সম্প্রতি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের বিয়ের সমস্ত ছবি।

Continues below advertisement
Sponsored Links by Taboola