WBCSC Recruitment 2021: ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস ব্যাঙ্কে (WBCSC) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। Chief Executive Officer পদে হবে নিয়োগ। চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২৭ ডিসেম্বর সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।  


WBCSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা   
West Bengal Co-Operative Service Commission (WBCSC)পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে। এ ছাড়াও কমপক্ষে ব্যঙ্কিং ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।Urban Co-operative Bank-এ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।  


WBCSC Recruitment 2021: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ৪০-৬২ বছরের মধ্যে বয়স হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে http://www.webcsc.org  সাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে। Liluah Co-operative Bank-এ হবে এই   Chief Executive Officer নিয়োগ।


আরও পড়ুন : CISF Recruitment 2021: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন জানেন ?


WBCSC Recruitment 2021: বেতন কত ?
চাকরিপ্রার্থী নির্দিষ্ট পদে যোগ্য হিসাবে বিবেচিত হলে মাসে ৮০,০০০ টাকা বেতন পাবেন। তবে এ সবই নির্ভর করবে চাকরিপ্রার্তীর যোগ্যতার ওপর।


চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য ২৭ ডিসেম্বর সকাল সাড় ১১টায় West Bengal Co-operative Service Commission, Khadya Bhavan Complex, Block-A, Ground floor, 11A, Mirza Ghalib Street, Kolkata- 700087 এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। 


চাকরিপ্রার্থীরা চাইলে cscwbbb@gmail.com  সাইটে সরাসরি উপযুক্ত যোগ্যতার প্রামাণ্য নথি জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ছাড়াও কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র দেখাতে হবে আবেদনকারীদের। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যেই জমা দিতে হবে আবেদনপত্র।


Official website of West Bengal Co-Operative Service Commission (WBCSC) — http://www.webcsc.org  


Job list for this week: SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ 


South Central Railway Jobs : রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা আছে কি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI