নিজের এই ছবি টুইটারে শেয়ার করেছেন রাজকুমার।
স্বাভাবিকভাবেই এই ছবি দেখে বাকরুদ্ধ নেটিজেনরা। জানা গিয়েছে রাজকুমার রাওয়ের এই বিশেষ লুক আনতে লস অ্যাঞ্জেলস থেকে একটি প্রশিক্ষিত দল এসেছে। তাঁরা ডার্টি হ্যান্ডস স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে সঠিক লুক দিয়েছেন চরিত্রটিকে। কিছু টুইটারাইটদের প্রতিক্রিয়া দেখব