ট্রেন্ডিং

সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা থেকে দীপিকার সরে যাওয়া নিয়ে তোলপাড় বলিউড, কার সমর্থন করলেন তমন্না?

অযোধ্যায় চতুর্থ সম্পত্তি কিনলেন অমিতাভ বচ্চন! শুধু ব্যবসা নয়, আসল কারণ কী?

১৮ বছরের বড় সহ অভিনেতার সঙ্গে প্রেম, বিয়ের আগেই সন্তান? কে এই নায়িকা?

ডেঙ্গিতে আক্রান্ত ইমরান হাশমি, বিরতি নিতে হল শ্যুটিং থেকে

'বাবা-মা শিখিয়েছিলেন, খ্যাতি আর অর্থের পিছনে ছুটো না', পদ্মশ্রী হাতে পেয়ে বললেন মমতা শঙ্কর
৬৫ কোটির দুর্নীতির মামলায় ফের দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ
‘রাবতা’ ছবিতে ৩২৪ বছরের বৃদ্ধের চরিত্রে বলিউডের কোন অভিনেতা বলুনতো ইনি?
Continues below advertisement

নয়াদিল্লি: ‘রাবতা’র ট্রেলর দেখেছেন? সেই ট্রেলরের শেষে এক ৩২৪ বছর বয়সি বৃদ্ধকে দেখা গিয়েছে। কুটিল চাহনি, কুঁচকে যাওয়া চামড়া- এই বৃদ্ধ কোন বলিউড তারকা বলুন তো? তিনি ৩২ বছর বয়সি রাজকুমার রাও। ছবিতে তাঁকে দেখা যাবে ৩২৪ বছরের এক বৃদ্ধের চরিত্রে। প্রত্যেককে অবাক করা এক অসাধারণ মেকআপ নিয়েছেন তিনি।
নিজের এই ছবি টুইটারে শেয়ার করেছেন রাজকুমার।
স্বাভাবিকভাবেই এই ছবি দেখে বাকরুদ্ধ নেটিজেনরা। জানা গিয়েছে রাজকুমার রাওয়ের এই বিশেষ লুক আনতে লস অ্যাঞ্জেলস থেকে একটি প্রশিক্ষিত দল এসেছে। তাঁরা ডার্টি হ্যান্ডস স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে সঠিক লুক দিয়েছেন চরিত্রটিকে। কিছু টুইটারাইটদের প্রতিক্রিয়া দেখব
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে