নয়াদিল্লি: দ্বিতীয়বার হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হন রাজু। ভেন্টিলেশনে থেকে টানা ৪১ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। 


শোকস্তব্ধ শিখা


সদ্য প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা বলেন, 'আমি কথা বলার মতো অবস্থায় নেই। এখন কোনও কথা বলে কী আর হবে? ও খুব কঠিন লড়াই করেছে। আমি সত্যিই আশা করছিলাম আর প্রার্থনা করছিলাম যেন ও ফিরে আসে। কিন্তু তা তো হয়নি। আমি শুধু এটাই বলতে পারি ও সত্যিকারের যোদ্ধা।'


এদিন রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকের ছায়া নেমেছে কৌতুক দুনিয়ায়। স্ট্যান্ড আপ কমেডিকে অন্য মাত্রা দিয়েছিলেন তিনি। রাজুর প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'রাজু শ্রীবাস্তব হাসি, মশকরা ও ইতিবাচকতা দিয়ে আমাদের জীবন উজ্জ্বল করেছিলেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু এত বছর ধরে ওঁর এত কাজকে ধন্যবাদ সেগুলোর কারণে তিনি অজস্র মানুষের মনে রয়ে যাবেন। ওঁর প্রয়াণে শোকাহত। ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'


 






রাজু শ্রীবাস্তবের ঘনিষ্ঠ বন্ধু ও অপর স্ট্যান্ড আপ কমেডিয়ান সুনীল পাল বলেন রাজু সঠিক অর্থেই 'কমেডির রাজা' ছিলেন। ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এর মঞ্চে রাজুর গজোধর ও মনোধর চরিত্র দুটি মানুষের মনে আলাদা জায়গা করে। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'বাজিগর', 'বম্বে টু গোয়া'-এর রিমেক, 'আমদানি আট্ঠানি খরচা রুপাইয়া'র মতো বেশ কিছু হিন্দি ছবিতে দেখা যায় তাঁকে। 'বিগ বস' সিজন ৩-এ অংশ নেন তিনি। 'উত্তর প্রদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল'-এর চেয়ারম্যান ছিলেন তিনি।


আরও পড়ুন: Raju Srivastava Death: দিনরাত স্ট্রাগল, ছোট্ট রোলে কাজ করা অভিনেতা থেকে কমেডি-দুনিয়ার বাদশা হয়ে ওঠার গল্প