মুম্বই: এক মাস পার, এখনও ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তবে অত্যন্ত ধীরে ধীরে উন্নতি হচ্ছে অভিনেতার স্বাস্থ্যের। পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবর জানানো হচ্ছে। রাজুর শ্রী শিখা শ্রীবাস্তব অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করার। 


গতকাল পাওয়া রাজু শ্রীবাস্তবের মুখ্য পরামর্শদাতা অজিত সাক্সেনা জানিয়েছেন, জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়েছেন রাজু শ্রীবাস্তব। পাশে থাকা স্ত্রীর হাত ধরার চেষ্টা করেছেন। স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন রাজু। গত সপ্তাহেই রাজুর ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় কমেডিয়ান এহসান কুরেশি জানিয়েছিলেন যে, জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না রাজু। চোখের পলক ফেলে নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন। এইমস হাসপাতালের চিকিৎসকেরা সর্বক্ষণ তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন। তাঁর অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় সুস্থতা কামনায় নানা পোস্ট করছেন।


আরও পড়ুন: Kamaal R Khan: শ্লীলতাহানির মামলায় জামিন পেলেও ট্যুইটকাণ্ডে এখনও জেলবন্দি কমল আর খান


আজ রাজুর স্ত্রী একটা সাক্ষাৎকারে বলেন, 'আমি রাজুর স্বাস্থ্য সম্পর্কে এটুকুই বলতে পারি, ও স্থিতিশীল রয়েছে। কিন্তু এখনও ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হচ্ছে ওর। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন ওঁকে সারিয়ে তোলার । আশা করছি সুস্থ হয়ে আবার আগের মতোই আমাদের মধ্যে ফিরবেন রাজু।'


হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়েন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।