তিনি প্রথমে যদিও বলেছিলেন তিনি দুটো ছবিই দেখবেন, ‘কাবিল’ এবং ‘রইস’, কারণ দুটো ছবিই পাওয়ার হাউস পারফর্ম্যান্সে ঠাসা। কিন্তু পরিস্থিতি বদলে যায় ছবি মুক্তির দিন সকালে। প্রথমে হল মালিকরা রাকেশ রোশনকে জানায় সমান সমান ভাগ করে দুটো ছবি দেখানো হবে সমস্ত হলে। কিন্তু বাস্তবে দেখা যায় মাল্টিপ্লেক্সে ‘কাবিল’-‘রইস’ পেয়েছে ৪৫-৫৫ শেয়ার। এদিকে সিঙ্গল স্ক্রিনে দুটো ছবি ৬০-৪০ শতাংশ শেয়ারে ভাগ করা হয়েছে। আর এধরনের ‘বৈষম্যই’ মেনে নিতে পারেননি রাকেশ। কথা দেওয়ার পরও এভাবে কেন পিছিয়ে এলেন হল মালিকেরা। তাহলে তাঁরা যেটা করার সেটাই করলেন। এরপরই টিম ‘রইস’-এর উদ্দেশ্যে ফুঁসে উঠে রাকেশ বলেন, সামনাসামনি হাত মিলিয়ে হেসে, চুম্বন বিনিময়কে বন্ধুত্ব বলে না। বন্ধুত্ব মানে একে অপরকে সম্মান করা।
রাকেশ নিজের সময়ের কথা টেনে জিতেন্দ্র, ঋষি কপূরের সঙ্গে কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন তাঁরা সেকথাও বলেন।
তিনি মনে করেন, ধীরে ধীরে মানসিকতার পরিবর্তন হবে বলিউড ইন্ডাস্ট্রির। কর্পোরেট কালচার ঢুকলে, হয়তো এই নোংরামি বন্ধ হবে। রাকেশের দাবি, লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়া সব জায়গাতেই সমান সমান ভাগ হয়েছে। কিন্তু বলিউডই তার ব্যতিক্রম রয়ে গেল। তবে এই বৈষম্য সত্বেও তিনি তাঁর ছেলের ছবিই আবার দেখবেন বলে জানিয়েছেন। শাবানা আজমিও ‘কাবিল’-এ হৃত্বিকের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।