'বাহুবলী'-র ধাঁচেই মুক্তি পেতে পারে হৃতিক রোশনের 'কৃষ ৪' এবং 'কৃষ ৫'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2018 01:57 PM (IST)
নয়াদিল্লি: 'বাহুবলী'-র তুঙ্গ সাফল্য ভারতের বক্স অফিসে এতটাই ছাপ ফেলেছে, যার থেকে এখনও বেরোতে পারেনি বলিউড। এরইমধ্যে বাহুবলী-র রেকর্ড ভাঙার প্রস্তুতি বলিউড তারকা হৃতিক রোশন নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। হৃতিকের কৃষ ২ এবং কৃষ ৩ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবার হৃতিকের বাবা রাজেশ রোশন 'বাহুবলী'-র ধাঁচেই কৃষ ৪ এবং কৃষ ৫ রিলিজ করতে চলেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। জানা গেছে, রাজেশ রোশন তাঁর ওই দুটি সিনেমাই একসঙ্গে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কৃষ সিরিজের সিনেমা হৃতিকের কাছে একটা ভিন্ন বিষয়। এই সিরিজের আরও কয়েকটি সিনেমা নিয়ে তিনি আগ্রহী। এজন্য তিনি একইসঙ্গে দুটি সিনেমা তৈরির বিবেচনা করেছেন। এবার ওই সিনেমা বাহুবলি-র মতোই একইসঙ্গে তৈরি হবে এবং ওইভাবেই মুক্তি দেওয়া হবে। যেভাবে পরিচালক রাজামৌলি 'বাহুবলী: দ্য বিগনিং'-এর সময়ই 'বাহুবলী: দ্য কনক্লুসন'-এর ঘোষণা করে দিয়েছিলেন। এভাবেই রাজেশ রোশন বক্স অফিসে নিয়ে আসতে চান 'কৃষ ৪' ও 'কৃষ ৫'। তাঁর এই প্রয়াস কতটা সফল হয়, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ২০০৩-এ কৃষ সিরিজের শুরু হয়েছিল 'কোই মিল গয়া'-র মাধ্যমে। দারুন ব্যবসায়িক সাফল্য পেয়েছিল ওই সিনেমা। ২০০৬-এ এই কাহিনীর পরবর্তী পর্ব আসে রূপোলি পর্দায়। সিনেমার নাম 'কৃষ'। এই সিনেমারও ব্যাপক সাফল্যের পর ২০১৩-তে আসে 'কৃষ ৩' সিনেমা। ভারতের বক্স অফিসে ওই সিনেমা ২৩৫ কোটি টাকা এবং বিদেশে মোট ৩৭৪ কোটি টাকা আয় করে।