কলকাতা: নতুন জীবন শুরু করেছেন একজন, অপরজন ব্যস্ত থাকতে চান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, কাজ নিয়ে। তবুও বিবাদ মেটার কোনও সম্ভাবনাই নেই রাখি সবন্ত (Rakhi Sawant) ও তাঁর প্রাক্তন স্বামী আদিল দুর্রানি (Adil Durrani)-র। বারে বারেই একে অপরকে দোষারোপ করেছেন তাঁরা। বেশ কিছুদিন জেলে কাটানোর পরে, বর্তমানে মুক্তি পেয়েছেন আদিল খান, বিয়ে করেছেন বিগ বস প্রতিযোগী সোমি খানকে। অন্যদিকে গত কয়েকমাস ধরেই নাকি দুবাইতে রয়েছেন রাখি। কিন্তু সদ্য এক সাক্ষাৎকারে, ফের প্রাক্তন সম্পর্কে বিস্ফোরক আদিল খান। 


সম্প্রতি রাখিকে নিয়ে কথা বলতে গিয়ে আদিল দাবি করেছেন, গতবার রমজা়নের সময় রাখি যেভাবে মিথ্যে অভিযোগ করে তাঁকে গারদে আটকে রেখেছিল তা তিনি ভুলতে পারবেন না। সত্যি সবসময়েই জিতে যায় আর তাই তিনি এখন জেলের বাইরে। শুরু করেছেন নতুন জীবন। তবে রাখির নামে একগুচ্ছ মামলাও দায়ে করেছেন তিনি। আদিলের দাবি, রাখির বিরুদ্ধে এমন কিছু ধারা রয়েছে যে পুলিশ গ্রেফতার করতে পারে রাখিকে। আর সেই গ্রেফতার হওয়ার ভয়েই নাকি গত কয়েকমাস ধরে দুবাইতে লুকিয়ে রয়েছেন রাখি। তিনি জানেন যে দেশে ফিরলেই পুলিশ গ্রেফতার করতে পারে তাঁকে। সেই কারণেই এই পদ্ধতি। 


এখানেই থামেননি আদিল.. তিনি আরও বলেছেন, 'রাখি প্রচারের আলো ছাড়া থাকতে পারে না। এই কয়েকমাস ও যে কী করে সংবাদসস্থাগুলির সঙ্গে দেখা না করে, কথা না বলে রয়েছে সেটা ওই জানে। ওর নিশ্চয়ই খুব খারাপ অবস্থা হবে।' আদিল বলেছেন, তিনি অভিনেতা হতে চেয়েছিলেন এই কথা সত্য, কিন্তু তার জন্য তার রাখি সবন্তকে বিয়ে করার কোনও প্রয়োজনই নেই। বরং প্রচারের আলো চেয়েছিলেন রাখিই। সেই কারণেই তিনি বিয়ে করেছিলেন। নিজেই বিয়ের খবর প্রচারের আলোয় এনেছিলেন আর বারে বারে নিজের জীবনের সমস্ত মিথ্যে আপডেট রাখি সোশ্যাল মিডিয়ায় দিতে অভ্যস্থ। সদ্য আদিল সংবাদমাধ্যমের সামনে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন যেখানে রাখি তাঁর কাছে আবেদন করেছেন সমস্ত মামলা তুলে নেওয়ার জন্য। যদিও রাখির দাবি, তিনি প্রচারের কারণে দুবাইতে রয়েছেন।


 






আরও পড়ুন: Sara Ali Khan's Diet: সারার মতো রোগা হতে চান? দেখে নিন ডায়েটে কী কী সহজলভ্য খাবার রাখেন বলি-নায়িকা?