কলকাতা: স্নাতকোত্তর স্তরে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET PG 2024) পরীক্ষা আগেই হয়ে গিয়েছিল। এবার তার অ্যানসার কি প্রকাশ করতে চলেছে পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ৪ এপ্রিল এই অ্যানসার কি (CUET PG Answer Key) প্রকাশ করা হতে পারে। অন্যদিকে ৫ এপ্রিল পর্যন্ত স্নাতক স্তরের রেজিস্ট্রেশনের তারিখ বাড়ানো হয়েছিল। আগ্রহী পড়ুয়াদের জন্য় হাতে রয়েছে আর দুটো দিন।


সিইউইটি পিজির অ্যানসার কি


আগামী ৪ এপ্রিল অ্যানসার কি প্রকাশ করতে চলেছে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে এই অ্যানসার কি প্রিলিমিনারি। অর্থাৎ এটি ফাইনাল অ্যানসার কি না তা এখনও জানা যায়নি। ফাইনাল অ্যানসার কি না হলে তা পরে আবার প্রকাশ করা হতে পারে।


কীভাবে মূল্যায়ন ?


ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, প্রতিটি পেপারের মাল্টিপল চয়েস কোশ্চেনের মূল্যায়ন ফাইনাল অ্যানসার কি অনুসারে করা হবে। যে নম্বর আগে পড়ুয়ারা পেয়েছে, সেই নম্বরের পুনর্মূল্যায়ন করা হবে ওই অ্যানসার কি-এর ভিত্তিতেই। একাধক শিফটে যাদের পরীক্ষা হয়েছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন শিফটে প্রাথমিকভাবে প্রাপ্ত নম্বরকে এনটিএ স্কোরে বদলে নেওয়া হবে। এর পর সেই অনুযায়ী ফল প্রকাশ করা হবে।


সিইউইটি পিজির এনটিএ স্কোর


সিইউইটি পিজি পরীক্ষার এনটিএ স্কোর ২০২৪-২৫ সালের জন্যই প্রযোজ্য হবে। এরপরের শিক্ষাবর্ষের জন্য এই মার্কস দিয়ে কাজ হবে না বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ সেই ক্ষেত্রে আবার এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে পড়ুয়াকে। চলতি বছর ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে সিইউইটি পিজি পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষের ৭ দিনের মাথায় অ্যানসার কি প্রকাশ করতে চলেছে এনটিএ।


সিইউইটি ইউজির পরীক্ষা


সিইউইটি ইউজির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে ৫ এপ্রিল। আগামী ৩০ এপ্রিল কোন শহরে পরীক্ষার সিট পড়েছে তা জানা যাবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে এক্সাম সিটি স্লিপ আর অ্যাডমিট কার্ড এক নয়। মে  মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই ব্যাপারে নির্দিষ্ট তারিখ এখনও বলা হয়নি। তবে পরীক্ষা ১৫ মে থেকে ৩১ মে-এর মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ।


আরও পড়ুন - CBSE Result 2024 Date during Poll: দু’মাস ধরে ভোট; CBSE-এর টেন, টুয়েলভের রেজাল্ট কবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI