কলকাতা: শীতের সকালের আমেজ গায়ে মাখতে যখন তৈরি গোটা কলকাতা, তখন বেরিয়ে পড়েছিলেন ওঁরাও। ভিক্টোরিয়ার সামনে বসেছে ফুচকার স্টল। সেখানেই ফুচকা খেতে ব্যস্ত একদল মহিলা। তাঁদের ভিন্ন বয়স, ভিন্ন ছাপ। কিন্তু তাতে কি? দিব্যি সবাই মিলে মজেছেন, কলকাতার ফুচকায়। তবে কেবল এই নারীবাহিনীই নন.. রয়েছে 'লাইটস, ক্যামেরা অ্যাকশন'ও। আর সেই ক্যামেরার পিছন থেকেই 'অ্যাকশন-কাট' বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 


আসলে এ নিছক আড্ডা বা ফুচকা খাওয়া নয়, শ্যুটিং চলছে 'উইন্ডোজ' (Windows) -এর 'আমার বস' ছবির। আর এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলা ছবিতে ফিরছেন রাখী গুলজার (Rakhi Gulzar)। এই ছবির শ্যুটিংয়ের জন্যই মুম্বই থেকে উড়ে এসেছেন রাখী। তাঁকে মায়ানগরী থেকে নিজেই গিয়ে নিয়ে এসেছেন শিবপ্রসাদ। কথা মতোই শুরু হয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।


ইতিমধ্যেই ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে ছবির অন্যান্য কাস্টিংয়ের নাম। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) ও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)-কে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। তাঁরই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। 


এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাস (Shruti Das) ও ঐশ্বর্য্য সেন (Aishwariya Sen)-কে। এদিন ভিক্টোরিয়ার সামনে রাখি গুলজারের সঙ্গে ফুচকা খেতে দেখা গেল সৌরসেনী, শ্রুতি ও ঐশ্বর্য্যকে। আর ক্যামেরার পিছনে ছিলেন শিবু ও নন্দিতা। রাখীকে দেখা গেল ফুচকা হাতে শিবপ্রসাদের সঙ্গে খুনসুটি করতেও। সোশ্যাল মিডিয়ায় এদিন একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করে নেন শ্রুতি। 


নিজের পোস্টে শ্রুতি লেখেন, 'কাটোয়ায় থাকাকালীন যখন বাবা মা’র হাত ধরে, বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম, কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি। একবার লেবুর সরবত খেয়েছি, মনে আছে। তবে ফুচকা খাওয়া হয়নি কোনোদিন। আর কার সঙ্গে প্রথম ফুচকা খাওয়ার অভিজ্ঞতা হল? কার হাত ধরে রাস্তা পেরলাম? 'দ্য রাখী গুলজার'। আমার জীবনে নতুন বছরে আশার আলো দেখিয়ে স্বপ্নের জানালা কারা খুলে দিলেন? উইন্ডোজ প্রযোজনা সংস্থা। কারা একটা জেদি মেয়েকে আরও জেদি বানিয়ে তুলে তাদের কাছে টেনে নিলেন? শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সব স্বপ্নগুলো জেগে জেগে দেখতে হয়। বিশ্বাস করুন! সত্যি হতে হবেই।'


আরও পড়ুন: Sweta Bhattacharya Exclusive: 'নুন-ভাত খেয়েছি, কাজ ছাড়া বাড়িতে বসে থেকেছি ১ বছর', লড়াইয়ের গল্প শোনালেন শ্বেতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে