কলকাতা: আজ রাখী পূর্ণিমা। পর্দার যে সম্পর্ক, স্নেহের বন্ধন গড়ায় পর্দার বাইরেও, সেই সম্পর্কগুলোরও আজ উদযাপনের দিন। কেরিয়ারের প্রথম ছবিতে যাঁর বোন হয়েছিলেন তিনি, সেই সম্পর্ক, সেই স্মৃতিই ফেরাল 'রক্তবীজ' (Roktobeej)। ১৯৯২ সালের পরে, ফের পর্দায় ভাই-বোনের চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)- পরিচালিত ছবি 'রক্তবীজ'-এ ভাই-বোনের চরিত্রে দেখা যাবে অনুসূয়াও ভিক্টরকে।
দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করার কেমন ছিল অভিজ্ঞতা? এবিপি লাইভকে (ABP Live)-কে বর্ষীয়ান অভিনেত্রী বলছেন, 'আমার কেরিয়ারের প্রথম ছবি মৃণাল সেনের (Mrinal Sen)-এর 'মহাপৃথিবী' (Moha Prithibi)। ১৯৯২ সালে। ওই ছবিতে ভিক্টরদার সঙ্গে আমার দুর্দান্ত কিছু দৃশ্য ছিল। ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলাম আমরা। এত বছর পরে, আবার ওঁর সঙ্গে কাজের সুযোগ, তাও আবার সেই ভাইবোনের চরিত্রেই, এটা ভীষণ ভাল লাগছে। আলাদা করে কোনও ঘটনা মনে পড়ে না, তবে এতদিন পরে যে ওঁর সঙ্গে কাজ করতে পেরেছি, সময় কাটাতে পেরেছি, গোটাটাই স্মরণীয় হয়ে থাকবে।'
শ্যুটিং করা যেমন অনবদ্য অভিজ্ঞতা, তেমনই ক্যামেরার বাইরেও তৈরি হয় অনেক গল্প। অনুসূয়া বলছেন, 'ভিক্টরদা অনেক গুণী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন সময়ে। ওঁর অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। শ্যুটিংয়ের ফাঁকে তিনি সেইসমস্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নিতেন আমাদের সঙ্গে। ওঁর সেই ঝুলি ভরা গল্প শুনতাম আমরা।' পর্দার বাইরেও যেন অনুসূয়ার দাদা ভিক্টর। অভিনেত্রী বলছেন, 'আজ রাখী-পূর্ণিমা। ভিক্টরদা ও আর সমস্ত ভাইদের রাখীপূর্ণিমার শুভেচ্ছা।'
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এছাড়াও একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে এই ছবিতে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবি টিজার। আর সেখানে, টিজার জুড়ে রইলেন যেন কেবল ভিক্টরই। আর রইল রাষ্ট্রপতি ভবনের ঝলক, অ্যাকশনের দৃশ্য আর সেই সঙ্গে, মা-দুর্গার মুখ, পুজোর আমেজ। মা দুর্গার প্রেক্ষাপটে ভিক্টরের গলায় শোনা গেল পাপ-পূণ্যের কথা। এবার পুজোয় মুক্তি পাবে রক্তবীজ। টিজারে, জমাট রহস্য ও থ্রিলারের মধ্যেও যেন পুজোর আমেজ দিয়ে গেল ওই টানা চোখ আর অতসীরঙা মুখটা।
আরও পড়ুন: Anil on Ameesha Patel: 'আমিশা ধনী পরিবারের মেয়ে, ও অহংকারী', বলছেন 'গদর ২'-এর পরিচালক