নয়াদিল্লি: গতকালই স্বামী আদিল খান দুরানির (Adil Khan Durrani) বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সেই ভিত্তিতে তাঁকে গভীর রাতে গ্রেফতারও করা হয়। আর এসবের পরদিনই ওশিয়ারা পুলিশ স্টেশনের (Oshiwara Police Station) বাইরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাখী। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী।


অসুস্থ হয়ে পড়লেন রাখী সবন্ত


রাখী সবন্ত অভিযোগ করেন যে আদিল তাঁর ওপর নির্যাতন করতেন। আদিল অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর জিনিসপত্র চুরি করেছেন বলেও অভিযোগ করেছেন রাখী। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন আদিল। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন রাখী। আদিল তাঁদের সম্পর্ক ভেঙে বেরিয়ে যান এবং নতুন প্রেমিকার সঙ্গে বাস করছেন বলেও জানান রাখী।


এই আবহে একটি ভিডিও এসেছে প্রকাশ্যে। সেখানে দেখা যাচ্ছে ওশিয়ারা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে জ্ঞান হারাতে থাকেন রাখী। ভাই রাকেশ সবন্তের সঙ্গে দাঁড়িয়ে আদিল সম্পর্কেই কথা বলছিলেন তিনি। কীভাবে আদিল সারাদিন পুলিশ রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগ করছে সেই কথা বলতে গিয়েই ক্লান্তিজনিত কারণেই হয়তো জ্ঞান হারান রাখী। মঙ্গলবার মিডিয়াকে রাখী বলেন, 'আজও সকালে এসেছিল বাড়িতে আমাকে মারতে। আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করি। হাত করে খাবার খাইয়ে দিলেই প্যাচ আপ হয়ে যায় না। আমার মা ফিরে আসবে না।' রাখী সবন্ত এর আগে তাঁর মায়ের মৃত্যুর জন্যও আদিলকে দোষী ঠাহর করেন। 


 






আরও পড়ুন: Samantha Prabhu: রশ্মিকার পর মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সামান্থা


প্রসঙ্গত, আদিল দুরানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করে ওশিয়ারা পুলিশ। কাল সন্ধ্যার দিকে এই অভিযোগের সঙ্গে ৪৯৮ এ, ৩৭৭ ধারাও যুক্ত করা হয়। বুধবার অর্থাৎ আজ, তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত মাসে রাখী জনসমক্ষে প্রকাশ করেন যে ২০২২ সালে আদিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইনস্টাগ্রামে শেয়ার করে তাঁর বিয়ের সার্টিফিকেটে সই করার ছবি। যেখানে দেখা যায় ২০২২-এর ২৯ মে তাঁদের আইনি বিয়ে হয়।