নয়াদিল্লি: বক্স অফিসে (Box Office) এখনও চলছে 'পাঠান' (Pathaan) ঝড়। মুক্তির পর থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ছবিটি ইতিমধ্যে গ্লোবাল বক্স অফিসের শতরান ছুঁয়ে ফেলেছে (যার পরিমাণ মিলিয়ন ডলারে)। ১২ দিনের মাথায় সেই তালিকার শীর্ষে উঠতে চলেছে 'পাঠান', আন্তর্জাতিক এক সংস্থার দাবি এমনটাই। এবার নতুন রেকর্ড ভাঙল 'পাঠান'। 


নতুন রেকর্ড 'পাঠান' ছবির


গত সোমবার, ৬ ফেব্রুয়ারির নিরিখে ছবির আয় ১০৩.৬ মিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। সেই নিরিখে 'পাঠান' বলিউডের প্রথম ছবি যা ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি পার করে ফেলল চিনে মুক্তি না পেয়েও। 


ভারতে এই ছবির আয় ৫২৬ কোটি টাকা অর্থাৎ ৬৪.২ মিলিয়ন ডলার এবং ভারতের বাইরে আয়ের পরিমাণ ৩৯.৪ মিলিয়ন ডলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বড় হিন্দি ছবি হয়ে উঠেছে। 


আন্তর্জাতিক সংস্থা 'ডেডলাইন' অনুযায়ী, বিশ্ববাজারে বলিউডের আমির খানের 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার' এখনও 'পাঠান' ছবির থেকে এগিয়ে আছে। কিন্তু সেক্ষেত্রে আমির খানের দুটি ছবিই চিন থেকে বিপুল আয় করেছিল। সেই আয়ের পরিমাণ প্রায় ১০০ মিলিয়নের বেশি, সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য ছবিগুলির ডাবিং করা হয়েছিল। 


একইভাবে সলমন খানের 'বজরঙ্গী ভাইজান'-এর আয়ও বিশ্ববাজারে 'পাঠান'-এর থেকে এগিয়ে আছে, কিন্তু এই ছবিও চিনে মুক্তি পেয়েছিল। কিন্তু 'পাঠান' ছবির চিনে মুক্তির ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি। 


আরও পড়ুন: Sidharth Kiara Wedding: 'পার্মানেন্ট বুকিং' সারলেন সিড-কিয়ারা, শুভেচ্ছা আলিয়া-ভিকি-ক্যাটরিনা-কর্ণ প্রমুখের


ভারতে বক্স অফিস আয় দুইভাবে পরিমাপ করা হয়। একটা নেট আয় আর একটা গ্রস আয়। যশ রাজ ফিল্মসের সোমবারের রিপোর্ট অনুযায়ী, 'পাঠান' ছবির ভারতে নেট আয় ৪৩৮.৫ কোটি টাকা। এই নিরিখে 'পাঠান'-এর আগেই তালিকায় রয়েছে এস এস রাজামৌলির 'বাহুবলী ২'। এর মোট আয়ের পরিমাণ ছিল ৫১০ কোটি টাকা।


কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় 'আস্ক এসআরকে' করেন শাহরুখ। সেখানে এক অনুরাগী শাহরুখকে জিজ্ঞেস করেন, 'কিসি কা ভাই কিসি কি জান ছবির বক্স অফিস আয় কেমন হবে মনে হচ্ছে?' তাঁর উত্তরে বলিউডের অপর খান বলেন, 'ভাই কা পিকচার হ্যায়... দেখনা তো লাজমি হ্যায়!' যাঁর বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায়, 'ভাইয়ের সিনেমা... অবশ্যই দেখতে হবে!' প্রসঙ্গত, এই 'পাঠান' ছবিতেও সলমন খানকে দেখা গেছে।