দেখুন রাখি সাবন্তের হবু স্বামীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2017 01:15 PM (IST)
মুম্বই: বিয়ে করছেন রাখি সাবন্ত। সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর পরিচয়ও দিয়েছেন তিনি। হ্যাঁ, নিত্যনতুন খবরের মাধ্যমে শিরোনামে থাকতে পটু রাখি দাবি করেছেন, তিনি এবার বিয়ে করছেন। ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করেছেন তিনি তাতে বলেছেন, তিনি এখন নিউ ইয়র্কে। আর তাঁর পাশে বসা বিদেশিই তাঁর হবু বর। এখন বলা মুশকিল, রাখি সত্যি সত্যিই বিয়ে করছেন কিনা। কারণ ইচ্ছেমত খবর তৈরি করে শোরগোল জমাতে তাঁর জুড়ি নেই। কিন্তু এই দুই ভিডিওয় রাখি আবার টেনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বলেছেন, দেখুন মোদীজি, আপনার জামাইয়ের সঙ্গে আলাপ করুন! দেখুন রাখির সেই ভিডিওদুটি [embed]https://www.instagram.com/p/Bce4J2WldFJ/?taken-by=rakhisawant2511[/embed] [embed]https://www.instagram.com/p/Bce4OM4lzCf/?taken-by=rakhisawant2511[/embed]