কলকাতা: চর্চায় রাখী সবন্ত (Rakhi Sawant) আর আদিল দুর্রানির (Adil Durrani)-র সম্পর্ক। রাখীর অভিযোগের ভিত্তিতে আদিলের নামে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আদিলকে আদালতে পেশ করা হয়েছে ও তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি এসে রাখী জানান, আদিলের পুলিশি হেফাজত হয়েছে ও এটারই প্রয়োজন ছিল। রাখীর আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই যথেষ্ট প্রমাণ দেওয়া হয়েছে আদালতে, এই মামলায় রাখী ন্যায় পাক এটাই কেবল দাবি, কারণ ইতিমধ্যেই তাঁর অনেক ক্ষতি হয়ে গিয়েছে। 


আর আদিল সম্পর্কে কথা বলতে গিয়ে রাখী সবন্তের গলায় শোনা গেল মোদির প্রশংসা। রাখী বলেছেন, 'মোদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ তিন তালাক নিয়মকে তুলে দেওয়ার জন্য। আমি ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। সমস্ত মুসলিম মহিলার সম্মান বাঁচিয়েছেন উনি। আদিল যতই বলুক যে ও মুসলমান, ৪টে বিয়েও করতে পারে, কিন্তু তা মিথ্যে। তিন তালাক বলেও আদিল একাধিক বিয়ে করতে পারে না। তা আইন বিরুদ্ধ। মোদিজী যখন তিন তালাক প্রথাকে বিলোপ করেন, কখনও ভাবিনি এই রীতি কখনও আমায় সাহায্য করবে। 


আরও পড়ুন: Entertainment:ডিমেনশিয়া আক্রান্ত ব্রুস উইলিস, বিবৃতি দিয়ে ঘোষণা পরিবারের


সম্প্রতি আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন রাখী। অভিনেত্রীকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল। সেই মেয়েটির নাম তনু। তাঁর সঙ্গে ফোনেও কথা বলেছেন রাখী। আদিলের সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করেছেন এই তনু। রাখীর দাবি, আদিলের কারণেই তাঁর মা মারা যান। এর আগে 'বিগ বস মারাঠি'-তে অংশ নিতে গিয়েছিলেন রাখী। যাওয়ার আগে তিনি মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে যান আদিলের হাতে। রাখীর কথায়, 'আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়।' রাখী অভিযোগ, টাকা দেয়নি আদিল। বরং টাকা, গয়না সমস্ত নিয়ে পালিয়ে গিয়েছে। এমনকি আদিলের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা ও মাদক নেওয়ারও অভিযোগ এনেছেন রাখী।