কলকাতা: রাখী সবন্ত (Rakhi Sawant)-এর স্বামী আদিল দুর্রানি (Adil Durrani)-র বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। আইপিসি সেকশন ৩৭৬ ধারায় মাইসোর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। একজন অল্পবয়সী ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছেন।                                                                                                                                                         


এটি আদিলের বিরুদ্ধে হওয়া দ্বিতীয় এফআইআর। আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাইসোরে ওই মহিলার সঙ্গে লিভ ইন রিলেশনশীপে থাকছিলেন আদিল। ছিল শারীরিক সম্পর্কও। কিছুদিন পরে ওই মহিলা বিয়ে করতে চান আদিলকে। তখনই বদলে যায় পরিস্থিতি। আদিল জানান, তাঁর সঙ্গে এমন সম্পর্ক আরও অনেকের রয়েছে। বিয়ে করতে অস্বীকার করেন আদিল। এমনকি পুলিশে অভিযোগ করলে ক্ষতি করারও হুমকি দেন আদিল।                                     


আরও পড়ুন: Ditipriya Suhotro: দিতিপ্রিয়ার গ্রামে হঠাৎ হাজির পোস্টমাস্টার সুহোত্র, তারপর? উত্তর দেবে 'ডাকঘর'


এর আগে, রাখীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আদিলকে। রাখী সবন্ত অভিযোগ করেন যে আদিল তাঁর ওপর নির্যাতন করতেন। আদিল অভিনেত্রীর বাড়ি থেকে তাঁর জিনিসপত্র চুরি করেছেন বলেও অভিযোগ করেছেন রাখী। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চেয়েছিলেন আদিল। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন রাখী। আদিল তাঁদের সম্পর্ক ভেঙে বেরিয়ে যান এবং নতুন প্রেমিকার সঙ্গে বাস করছেন বলেও জানান রাখী।     


সংবাদমাধ্যমের সামনে আদিলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখী। তাঁর কথায়, 'আদিল আমায় বাথরুমে নিয়ে গিয়ে মারত। আমি একজন মা হতে চেয়েছিলাম। স্ত্রী হতে চেয়েছিলাম। আদিল কেবল আমায় ব্যবহার করল। আমি মাকে জানিয়েছিলাম আদিল আমার ওপর অত্যাচার করে। মা শুনে খুব কেঁদেছিলেন। বলেছিলেন, ধর্ম বদল করলাম কেন, এই বিয়ে করলাম কেন! আমি বলেছিলাম মা আমি ওকে ভালবাসি। আদিল গিয়ে আমার মায়ের পা ধরেছিল।'