Ptron Basspods Flare: ভারতে নিজস্ব সংস্থা Ptron সম্প্রতি লঞ্চ করেছে নতুন ইয়ারবাডসে। জানা গিয়েছে, Ptron Basspods Flare- এ রয়েছে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও রয়েছে 40ms low-latency গেমিং মোড। Ptron Basspods Flare ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। মাল্টি ফাংশন টাচ কন্ট্রোল রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে সুপার হিরোদের থেকে অনুপ্রাণিত হওয়া RGB lights ডিজাইন। 


Ptron Basspods Flare ইয়ারবাডসের দাম


ভারতে নতুন লঞ্চ হওয়া এই ইয়ারবাডসের দামেও রয়েছে চমক। একগুচ্ছ আধুনিক ও উন্নত ফিচার থাকলেও এই ইয়ারবাডস পাওয়া যাবে মাত্র ৮৯৯ টাকা। বর্তমানে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ইয়ারবাডস। জানা গিয়েছে, এই ওয়্যারলেস ইয়ারবাডস কেনা যাবে কালো, নীল এবং হলুদ- এই তিন রঙে।  


Ptron Basspods Flare ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • গেম খেলার সময়ে এই ইয়ারবাডস দুর্দান্ত ভাবে ব্যবহার করা যাবে। কারণ এই ইয়ারবাডসে রয়েছে powerful bass ফিচার। 

  • Ptron সংস্থার নতুন ইয়ারবাডসে রয়েছে TruTalk টেকনোলজি। এর সাহায্যে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাবেন ইউজাররা।

  • এছাড়াও রয়েছে AptSense টেকনোলজি। এর সাহায্যে পাওয়া যাবে 40ms ultra-low latency যা intense mobile gaming- এর ক্ষেত্রে সাহায্য করবে।

  • একবার চার্জ দিলে এই ইয়ারবাডসে প্রায় ৩৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। তবে এতক্ষণ চার্জ থাকবে চার্জিং কেস সমেত। ইউএসবি টাইপ-সি চার্জার দিয়ে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব হবে। এই ইয়ারবাডসে চার্জ হতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। চার্জিং কেস সমেত চার্জ হতে সময় লাগবে প্রায় ১.৫ ঘণ্টা। 

  • এই ইয়ারবাডসে AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে। গুগল অ্যাসিসট্যান্ট অথবা সিরি- র সাপোর্ট রয়েছে। এই ইয়ারবাডস IPX4 রেটিং প্রাপ্ত সোয়েট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট রেজিসট্যান্ট। 


OnePlus Buds Pro 2: ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্টে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তার মধ্যে রয়েছে নতুন ইয়ারবাডস ওয়ানপ্লাস বাডস প্রো ২ (OnePlus Buds Pro 2)। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে চার্জ। জানা গিয়েছে, ভারতের জন্য ওয়ানপ্লাস বাডস প্রো ২আর- এই স্পেশ্যাল ইয়ারবাডসের ঘোষণাও করেছে সংস্থা।  


আরও পড়ুন- ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো এডিশনের বিক্রি শুরু হয়েছে, রইল দাম এবং অফার