মুম্বই: সদ্যই স্বামী আদিল দুরানির (Adil Durrani) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্বামী অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এছাড়াও আরও নানা অভিযোগ তোলেন অভিনেত্রী। আর এবার রাখীর অভিযোগের উত্তর দিয়ে দীর্ঘ পোস্ট করেছেন আদিল।


রাখীর অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন আদিল দুরানি-


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাখী সবন্তের স্বামী আদিল দুরানি দীর্ঘ একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখছেন, 'আমি কোনও মহিলার পিছনে কথা বলছি না মানে আমি ভুল, এটা সত্যি নয়। এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই। যেদিন আমি আমার মুখ খুলব, সেদিন আর কারও কথা বলার কিছু থাকবে না। এমনকি ও (রাখী সবন্ত) আমার সঙ্গে কী কী করছে, কী কী বলছে, তা নিয়েও ও মুখ খুলতে পারবে না। তাই তো আজ ও বারবার সংবাদমাধ্যমের সামনে এসে লোকেদের বলছে যে, আদিল খারাপ, খারাপ, খারাপ।'


আরও পড়ুন - Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে 'বিগ বস' জয়ী বলিউড অভিনেত্রী


কয়েকদিন আগেই এক বিবৃতিতে রাখী সবন্ত দাবি করেন যে, তাঁর স্বামী আদিলের সঙ্গে অন্য কোনও নারীর সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে আদিল বলেন, 'ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে, তা আমার জন্য মারাত্মক। শুধু এটুকুই বলতে চাই, আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না।' তাঁর আরও বক্তব্য, 'আমার মতো একজন ছেলে যে, ওর পাশে দাঁড়িয়েছে। ওর লাফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে, মুম্বইতে আমি এক টাকাও নিয়ে আসিনি। বাহঃ অসাধারণ। ধুব ভালো পরিকল্পনা। কিন্তু ততটাই বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নয়।'


প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই জিম থেকে ফেরার সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাখী সবন্ত। সেখানে স্বামী আদিল দুরানির সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বলেন, 'আমি হিরোও তৈরি করতে পারি আবার জিরোও। আমি জানাতে চাই, আদিলের জীবনে অন্য মহিলা রয়েছে। যে এই পরিস্থিতির ফায়দা নিচ্ছে। 'বিগ বস'-এর ঘরে যখন আমি ছিলাম, তখনই এসব ঘটেছে। আমি ওর নাম নিতে চাই না। কিন্তু যখন সঠিক সময় আসবে, আমি ওদের সব ছবি সামনে আনব। শুধুমাত্র আমাদের বিয়ের জন্য আমি চুপ করে রয়েছি। ও আমাদের বিয়েটাকে অস্বীকার করেছে। তারপর সংবাদমাধ্যমের ভয়ে ও স্বীকার করে।' এর পাশাপাশি আদিলকে ডিভোর্সও দেবেন না বলে জানিয়েছেন রাখী।