বাবার আসল চেহারা দেখাব, বললেন রাম রহিমের বায়োপিকের ‘হানিপ্রীত’ রাখী
শ্যুটিং সেটও একেবারে ডেরা সাচা সৌদার আদলেই সাজানো হয়েছে
তিনি তাঁর পুরনো দিনের কথা রমন্থন করছেন।
চাক্কি পিষতে পিষতে চোখে জল পড়ছে গডম্যানের
ছবির শুরু হচ্ছে জেলের ভেতর থেকে।
ছবিতে রাম রহিমের চরিত্রে যিনি রয়েছেন, তিনি একজন স্থানীয় অভিনেতা, যাঁকে দেখলে নাকি বোঝাই যাবে না যে তিনি আসল লাভ চার্জার নন, দাবি রাখীর
ছবিটি যৌথভাবে হানি এবং তাঁর দাদা প্রযোজনা করছেন।
তবে ছবির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি।
দিল্লিতে এখন জোরকদমে শ্যুটিং চলছে এই ছবির।
হানিকে যেভাবে লাঞ্ছিত হতে হয়েছে, সেই বিষয়টিই ছবিতে ফুটিয়ে তুলবেন রাখী
গত সাত-আট বছর ধরে রাখীর দাবি তিনি হানিপ্রীতকে চেনেন।
এবার চমকের খবর হল, এখানে লাভ চার্জারের সরূপ ফাঁস করবেন তিনি
ছবিতে হানিপ্রীতের ভূমিকায় রয়েছেন রাখী সাবন্ত।
বিতর্কিত ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের জীবন নিয়ে যে বায়োপিক তৈরি হচ্ছে সেটা এখন সকলেরই জানা।