‘হট যোগ’-এর ছবি শেয়ার করলেন রাখী সবন্ত....
রাখীর এই ছবিগুলি ভীষণই পছন্দ করেন তাঁর অনুরাগীরা। এরসঙ্গেই, কমেন্টের মাধ্যমে অভিনেত্রীর প্রশংসাও করেন তাঁরা। ছবি: রাখী সবন্তের ইনস্টাগ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু ছবি নয়, যোগব্যায়ামের অনেক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাখী। ছবি: রাখী সবন্তের ইনস্টাগ্রাম।
সকলেই স্বীকার করেছেন, নিজের ফিটনেস নিয়ে সচেতন রাখী। আর এই ছবিগুলি থেকে স্পষ্ট যে, যোগব্যায়াম ও ওয়ার্কআউটকে তিনি দিনের সব কাজের ওপরে রাখেন। ছবি: রাখী সবন্তের ইনস্টাগ্রাম।
ছবিতে দারুন হট দেখাচ্ছে রাখীকে। অনেক অনুরাগী সেখানে কমেন্ট করেছেন যে, যোগব্যায়ামের হটনেস আরও বাড়িয়ে দিয়েছেন রাখী। ছবি: রাখী সবন্তের ইনস্টাগ্রাম।
গোটা দেশে আজ মহা উৎসাহের সঙ্গে যোগ দিবস পালন করা হচ্ছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী রাখী সবন্ত যোগব্যায়ামের কিছু ছবি পোস্ট করেছেন। ছবি: রাখী সবন্তের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -