মুম্বই: চিনে এখন করোনা ভাইরাস কার্যত মহামারি হয়ে উঠছে। আতঙ্ক ছড়িয়ে সারা বিশ্বেও। ভারতের কেরলে চিন ফেরত কয়েকজনের এই ভাইরাসে সংক্রমণের খবর সামনে এসেছে। এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে যখন সবার মনেই আশঙ্কা উদ্বেগ দেখা দিয়েছে, তখন এই গুরুতর বিষয় নিয়েও মজা করতে ছাড়লেন না রাখী সবন্ত। এরইমধ্যে তিনি চিনে পৌঁছছেন এবং বলছেন যে, এই ভাইরাসকে খতম করতে চান তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাখী। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি চিনে যাচ্ছেন। এই ভিডিওতে রাখীকে বিমানের আসনে বসে থাকতে দেখা গিয়েছে। পাশে বসা এক ব্যক্তির সঙ্গে কথাবার্তাও বলতে দেখা গিয়েছে রাখীকে।



বিমানে বসে ভিডিও তুলতে দেখে বিমানসেবিকা তাঁকে বাধা দেন। এজন্য রাখীকে ভিডিও তোলা বন্ধ করতে হয়। কিন্তু বিমান থেকে বিমানবন্দরে নামার পর ফের ভিডিও তোলা শুরু করেন। এই ভিডিওতে বিমানবন্দরে দেখা যাচ্ছে। সেখানে সব যাত্রীর মুখই মাস্ক দিয়ে ঢাকা। ভিডিওতে রাখীকে বলতে শোনা গিয়েছে যে, তিনি এই ভাইরাসকে মারতে যাচ্ছেন।
এর আগে এনআরসি ইস্যুতেও নিজের মতামত জানাতে দেখা গিয়েছিল রাখীকে। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে নাগরিকত্ব বজায় রাখতে মজার ছলে আজব পরামর্শ দিতে শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, নাগরিকত্ব বজায় রাখতে ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে নিতে হবে। আর ঋণ নিয়ে ব্যাঙ্কের লোকই নাগরিকত্বের প্রমাণে সাক্ষ্যপ্রমাণ যোগাড় করে নেবেন।