মুম্বই: শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় আইটেম ড্যান্সে দেখা যাবে সানি লিওনকে। এই ঘটনায় তিনি যে অসন্তুষ্ট, তা গোপন রাখলেন না রাখী সবন্ত। ‘রইস’-এর আইটেম ড্যান্স নিয়ে প্রশ্নের জবাবে রাখী সরাসরি নিশানা করে বসলেন সানিকে। বললেন, ওর কাজ তো অশ্লীল সিনেমা করা।
রাখীর দাবি, তিনিই বলিউডের কিং খানের প্রথম ‘আবিষ্কার’। তিনি আরও বলেছেন, সানি তো এই প্রথম শাহরুখের সঙ্গে কাজ করছেন। ‘এক কহানি জুলি কি’ সিনেমার প্রোমোশনাল অনুষ্ঠানে রাখী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমি তো শাহরুখের ডিস্কভারি, ও (সানি) তো সবে কাজ করছে। কত আইটেম সঙ করবে, এরপর তো বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে, ওর কাজ তো পর্ন ফিল্ম করা।
শুধু তাই নয়, রইস-এর আইটেম গানে সানিকে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাখী। সিনেমায় ১৯৮০-র দশকের 'কুর্বানি'-র 'লায়লা ও লায়লা'-র গানে নাচতে দেখা যাবে সানিকে। এই গানে সানিকে নেওয়া সম্পর্কে রাখী বলেছেন, শাহরুখ এমনটা করতে পারেন না। হতেই পারে যে অন্য কেউ সানিকে আইটেন সংয়ের জন্য নিয়েছেন। তিনি আরও বলেছেন, হতেই পারে অর্থের বিনিময়ে কারচুপি করা হয়েছে।
‘রইস’-এর আইটেম সং নিয়ে তোপ রাখী সবন্তের, ‘সানির কাজ তো পর্ন ফিল্ম করা’
ABP Ananda, web desk
Updated at:
17 Sep 2016 08:03 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -