মুম্বই: অক্ষয় কুমার যে আসলে রাজীব ভাটিয়া তা অনেকেই জানেন। কিন্তু জানেন কি, অক্ষয়ের এক বোন আছেন, নাম অলকা ভাটিয়া। গত বছর রাখি বন্ধন উপলক্ষ্যে ভাই-বোন সম্পর্ক নিয়ে মজার একটি ভিডিও পোস্ট করেছিলেন তাঁরা। আর এ বছর অলকা বলেছেন রাখিতে তাঁকে তাঁর ভাইয়ের দেওয়া শ্রেষ্ঠ উপহার সম্পর্কে। অক্ষয়ের ডাক নাম রাজু। অলকা জানিয়েছেন, রাজু ছোটবেলায় তাঁকে প্রচণ্ড জ্বালাতন করত। যখনই তাঁর রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ার কথা থাকত বা লেট নাইট পার্টি থাকত, বাবা মা বলতেন, রাজুকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু রাজু কক্ষনও বোনের সঙ্গে যেত না, বলত, নিজের নিরাপত্তার দায়িত্ব তোকে নিজেকে নিতে হবে। তাতে তখন অবাক হতেন তিনি। পরে বাবার মৃত্যুর পর সেই ছোট ভাই নিঃশব্দে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজে করার ব্যাপারে সে যা বলত, তা থেকে কখনও সরে আসেনি। পরে তাঁর মেয়ে যখন পড়াশোনা করতে বিদেশ যায়, সে তখন তাঁকে জিজ্ঞেস করে, সব কিছু ঠিকঠাক হবে তো। জবাবে ভাইয়ের কথার প্রতিধ্বনি করে তিনি বলেন, সব ঠিকঠাক হবে, শুধু নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজে কোরো। অলকার কথায়, সেটাই তাঁর ভাইয়ের তাঁকে ও তাঁর মেয়েকে দেওয়া সেরা উপহার- নিজেদের স্বনির্ভর করার শিক্ষা দেওয়া। তাঁদের ভিডিওরও বার্তা এটাই- এই রাখি বন্ধনে বোনকে রক্ষা কোরো না। তাকে নিজেকে রক্ষা করতে শেখাও।