কলকাতা: এই সিনেমা মুক্তির পরেই দর্শকেরা অপেক্ষা করছিলেন, কবে মুক্তি পাবে এর দ্বিতীয় ভাগ। ঘোষণা হওয়ার পরেই দিন গুনছিলেন দর্শকেরা। অবশেষে মুক্তি পেল 'রক্তবীজ ২' (Raktabeej 2)-এর টিজার। আর সেখানে নজর কাড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), সীমা বিশ্বাস (Seema Biswas), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), নুসরত জাহান (Nusrat Jahan), সুব্রত দত্ত (Subrata Dutta) আর অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Roy and Shiboprosad Mukherjee) নতুন ছবি 'রক্তবীজ ২' ঝড় তুলল প্রথম ঝলকেই। মুনির আলম। এই নামটির সঙ্গে পরিচিত 'রক্তবীজ'-এর দর্শকেরা। তবে এবার নতুন মুনির আলম। টিজারে সবচেয়ে বড় চমক অঙ্কুশ, এই কথা স্বীকার করতেই হয়। তাঁকে যে 'রক্তবীজ ২'-তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। টিজারেও দেখা গেল সেই ঝলক। তবে কেবল থ্রিলার নয়, জমাটি এই সিনেমা যে মশলাদার ও, সেই ঝলক ও মিলল টিজারে।
সিনেমাটি নিয়ে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'রক্তবীজ ২ -এর ঝলক মুক্তি পাওয়ার পরে মনে হচ্ছে, পুজো এসেই গেল। উইন্ডোজ-এর সঙ্গে গত ২ বছরের পুজো দারুণ কেটেছে আমার। আর বাঙালির কাছে, পুজো মানেই নতুন ছবি। আমি অপেক্ষা করতে পারছি না পুজো মুক্তির জন্য়।' অঙ্কুশ হাজরা বলছেন, 'এই বছর আমার পুজোটা সত্যিই খুব বিশেষ। নন্দিতাদি আর শিবুদা আমার ওপর যে ভরসাটা দেখিয়েছেন, তার জন্য আমি ধন্য। আমি এই সিনেমার জন্য আমার সেরাটা দিয়েছি। আশা করি দর্শকের খুব ভাল লাগবে।'
এর আগে, 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলকে, একেবারে অ্যাকশন মোডে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে । আর তার পাশাপাশি দেখা গেল 'সংযুক্তা' ওরফে মিমি চক্রবর্তীকে । সমুদ্র তীরবর্তী বালিতে নীল বিকিনিতে নজর কেড়েছেন মিমি । একঝলকই... তবে তাই যথেষ্ট । মিমির বিকিনি লুককে তুলনা করা হয়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সঙ্গে । সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল মিমি-র বিকিনি লুক । নেটদুনিয়া বলছে, টলিউডের দীপিকা পাডুকোন, কিয়ারা আডবাণী থাকলে, বলিউডেরও মিমি চক্রবর্তী রয়েছেন ।