কলকাতা: প্রয়াত হলেন কিংবদন্তি হকি প্লেয়ার ভেজ পেজ। তাঁর আরও একটা পরিচয় ছিল তিনি লিয়েন্ডার পেজের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ভেজ পেজ। শেষ পর্যন্ত উডল্যান্ডস হাসপাতালে ভোর ৩ টেয় প্রয়াত হন কিংবদন্তি এই হকি প্লেয়ার। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। 

উল্লেখ্য, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ভেস পেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় অলিম্পিক্স দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া হকি বিশ্বকাপেও ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। প্রাক্তন হকি তারকা ভেস পেজের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া দুনিয়া।

ভেস পেজ ১৯৪৫ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ভারতীয় হকি দলে একটা সময় মিডফিল্ড পজিশনে খেলতেন এই কিংবদন্তি। ১৯৭২ সালে মিউনিখে অনুষ্ঠিত অলিম্পিক্সে যে ভারতীয় দল রুপো জেতে, সেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ভেস পেজ।

১৯৬৪-৬৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশুনো শেষ করার পর পেজ লখনউয়ের লা মার্টিনিয়ার কলেজে পড়াশুনো করেন। তিনি বাঙালি লেখক মাইকেল মধুসূদন দত্তের প্রপৌত্রী জেনিফার ডাটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেনিফার নিজে একজন বাস্কেটবল খেলােয়াড় ছিলেন। ১৯৭২ সালের সামার অলিম্পিক্সে ভারতের জাতীয় বাস্কেটবল দলের অংশ ছিলেন তিনি। ১৯৮২ সালে দলের অধিনায়কও ছিলেন।

ভেস পেজের ছেলে লিয়েন্ডার পেজ ভারতের কিংবদন্তি টেনিস প্লেয়ার। তাঁর ঝুলিতে রয়েছে মিক্সড ডাবলসে চারটি গ্র্যান্ডস্লাম। অস্ট্রেলিয়ান ওপেন ৩ বার জিতেছেন তিনি। ২০০৩, ২০১০ ও ২০১৫ সালে। এছাড়া উইম্বলডন ৪ বার জিতেছেন। ১৯৯৯, ২০০৩, ২০১০ ও ২০১৫ সালে। ইউএস ওপেন ২ বার (২০০৮, ২০১৫) এবং ফ্রেঞ্চ ওপেন ১ বার (২০১৬) জিতেছেন।

এশিয়া কাপে কে নেতৃত্বে?

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপএবার যা টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর রোহিত শর্মা কুড়ির ফর্ম্য়াট থেকে অবসর নেন। এরপর থেকে সূরযকুমারই দায়িত্ব সামলাচ্ছেন এই ফর্ম্য়াটে জাতীয় দলে। সাফল্যও পেয়েছেন তিনি। কিন্তু বারবার চোট আঘাত একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সূর্যের কেরিয়ারে। আগামী এশিয়া কাপের আগে নিজেকে ক্রমেই ফিট করে তুলছেন সূর্যকুমার, কিন্তু তিনি আদৌ ম্য়াচ ফিট কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে অনেক বলছেন যে গিলকে এশিয়া কাপে অধিনায়ক বেছে নেওয়া হোক।