নয়াদিল্লি: আজ ২১ ফেব্রুয়ারিই গোয়ায় গাঁটছড়া বাঁধবেন বলিউডের অন্যতম দুই তারকা রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি। বিটাউনে ফের বাজল বিয়ের (Rakul Jacky Wedding) সানাই। শনিবার সন্ধ্যাতেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তাঁরা। আর আজ জমজমাট আয়োজন হল তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে। জ্যাকি ভাগনানির খুব কাছের পারিবারিক সম্পর্কের সূত্রে আবদ্ধ অভিনেতা রীতেশ দেশমুখ এবং জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর এই সঙ্গীত অনুষ্ঠান সঞ্চালনা করেন।


এই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই স্বর্গত অভিনেতা-প্রযোজক ডেভিড ধাওয়ান এবং জ্যাকি ভাগনানির বাবা বসু ভাগনানিকে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে (Rakul Jacky Wedding) উপস্থিত ছিলেন ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান যিনি সঙ্গীত অনুষ্ঠান জমিয়ে তুলতে 'কুলি নং ১' ছবির গান 'হুস্‌ন হ্যায় সুহানা'তে নাচও করেন। ডেভিড ধাওয়ান পরিচালনা করেছিলেন এই ছবি, প্রযোজক ছিলেন বসু ভাগনানি। ২০২০ সালে এই ছবিটি ওটিটি দুনিয়ায় মুক্তি পাওয়ার পর ফের একবার সাড়া ফেলেছিল।


অনুষ্ঠানের (Rakul Jacky Wedding) শেষে রকুল-জ্যাকির নিজেদের উপস্থাপনা দেখে মন ভরে যায় অতিথিবৃন্দের। রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল' ছবি থেকে 'পহলে ভি ম্যায়' গানে নেচে ওঠেন তাঁরা দুজনে। ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের তোড়জোড়। আজ ২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন রকুল-জ্যাকি।


জানা গিয়েছে, দুটি মতে বিয়ে হবে তাঁদের। একটি শিখ বিবাহরীতি 'আনন্দ কারাজ' মেনে আর অন্যটি হবে সিন্ধ্রি রীতিতে। ২০২১ সালের অক্টোবর মাসেই ইনস্টাগ্রামে অফিসিয়ালি তাঁরা জানিয়েছিলেন সম্পর্কের কথা। তারপর তিন বছরের ব্যবধানে বিয়ে। শনিবারই গোয়ায় এসে পৌঁছেছেন জ্যাকি ও রকুলের আত্মীয়-স্বজনেরা। সেখানেই হয়েছিল বিয়ের (Rakul Jacky Wedding) তোড়জোড়। মুম্বই বিমানবন্দরে দুজনে ক্যামেরাবন্দিও হন সেদিন।


গত সপ্তাহের বৃহস্পতিবার বিয়ের আগের রীতিনীতি পালনের জন্য রকুলের বাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছিলেন জ্যাকি ভাগনানির বাড়িতে। জানা গিয়েছে পরিবেশবান্ধব বিয়ের ব্যবস্থা করতে কার্ড ছাপান হয়নি তাঁদের। তাঁর বদলে নিমন্ত্রিতদের কাছে ডিজিটাল মাধ্যমেই পৌঁছে গিয়েছে কার্ড। এমনকী এও জানা গিয়েছে যে বিয়ের অনুষ্ঠানে তাঁরা কোনওভাবেই আতসবাজি পোড়াবেন না এবং অনুষ্ঠানের (Rakul Jacky Wedding) মধ্যে গাছ লাগানর মাধ্যমে পরিবেশবান্ধব রীতি বজায় রাখার কথাও ভেবেছেন তাঁরা।   


জ্যাকি ভাগনানির প্রযোজনায় কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' যেখানে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফকে। এমনকী সেখানে অভিনয় করবেন সোনাক্ষী সিনহাও। ২০২৪ সালের ইদেই মুক্তি পাওয়ার কথা এই ছবি। অন্যদিকে কমল হাসানের 'ইন্ডিয়া ২' ছবিতে অভিনয় করতে দেখা যাবে রকুলপ্রীত সিংকে।


আরও পড়ুন: Vikrant Massey: ছ’বছর আগের রাম-সীতা কার্টুন পোস্ট, বিতর্কে ক্ষমা চাইলেন বিক্রান্ত