মুম্বই:রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক যোগের মামলায় তাঁর নাম জড়িয়ে খবর সম্প্রচার করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিংহ। তাঁর বিরুদ্ধে মিডিয়া ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ রাকুলের। এই ধরনের খবর সম্প্রচার থেকে মিডিয়াকে বিরত রাখতে দিল্লি হাইকোর্ট যেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে নির্দেশ দেয়,এমন আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে কেন্দ্র,প্রসার ভারতী ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার অবস্থান জানতে চেয়ে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে এনসিবি হেফাজতে রয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। দিনকয়েক আগে জানা যায় এনসিবির কাছে বলিউডের মাদক যোগে কয়েকজনের নাম বলেছেন তিনি। সারা আলি খান, রাকুল প্রীত সিংহ-সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। এরপর থেকে বিভিন্ন মিডিয়ায় রাকুল প্রীত সিংহের নামে নানা খবর ছড়ায়। প্রোগ্রাম কোড ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা মনে করিয়ে দিয়ে রাকুল প্রীত সিংহ বলেছেন, ’’একদিন শ্যুটিং করার সময় জানতে পারলাম রিয়া আমার ও সারা আলি খানের নাম নিয়েছে। আমরা মাদক নিই বলে জানিয়েছে রিয়া।এরপর থেকে মিডিয়া আমার বিরুদ্ধে প্রচার করতে শুরু করে দিল।‘‘
রিয়া চক্রবর্তী পরবর্তীতে তার বক্তব্য প্রত্যাহার করে নেন। কিন্তু সেটা না জেনেই মিডিয়া একতরফাভাবে তার বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে বলে রাকুল প্রীত সিংহের অভিযোগ।
তাঁর আরও অভিযোগ, ’’ওরা আমার মরফড ছবি দেখাচ্ছে। একটা ভাষ্য় ছড়াতে ফিল্ম সেটের ছবি ব্যবহার করছে। আমাকে শঙ্কিত করার চেষ্টা করছে। মাদক চক্রের সঙ্গে আমার কোনও না কোনওভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। আমাকে হেনস্থা করছে, আমার বাড়িতে চলে আসছে। দয়া করে এই ধরনের সম্প্রচার বন্ধ করুন। সংবিধানের ২১ নম্বর ধারায় উল্লেখিত অধিকার লঙ্ঘন করছে মিডিয়া-ট্রায়াল। আদালতের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত।‘‘
রাকুল প্রীত সিংহের এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সহ তিন পক্ষকে ১৫ অক্টোবরের আগে সিদ্ধান্ত নিতে বলেছে। ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।