মুম্বই: নতুন বছরের প্রথম ছবি মুক্তি পেতে চলেছে অভিনেত্রী রকুলপ্রীত সিংহের (Rakul Preet Singh)। ছবির নাম 'ছত্রিওয়ালি' (Chhatriwali)। যদিও এই ছবি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২০ জানুয়ারি জি ফাইভে মুক্তি পাবে এই ছবি।
মুক্তি পেল 'ছত্রিওয়ালি' ছবির ট্রেলার-
সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে রকুলপ্রীত সিংহ অভিনীত 'ছত্রিওয়ালি' ছবির ট্রেলার (Chhatriwali Trailer)। এই ছবির বিষয় মূলত তরুণ প্রজন্মের মধ্যে, নিরাপদ যৌনতা, যৌন শিক্ষা এবং যৌন শিক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি। ছবিটি পরিচালনা করছেন তেজস প্রভা বিজয় দেওসকর। উল্লেখ্য, এর আগে 'ডক্টর জি' ছবিতে রকুলপ্রীত সিংহকে গাইনোকলিস্টের ভূমিকায় দেখা গিয়েছে।
আরও পড়ুন - Somy Ali: 'ওর সঙ্গে কাটানো ৮ বছর আমার গোটা জীবনের সবথেকে জঘন্য সময়'
'ছত্রিওয়ালি' ছবি প্রসঙ্গে রকুলপ্রীত সিংহ বলেন, 'এই ছবি আমার কাছে স্বপ্নের প্রোজেক্ট। আর এবার ট্রেলার মুক্তি পেয়েছে। তাই আমার উত্তেজনা এই ছবিকে কেন্দ্র করে অনেক বেশি। আমাদের ঘরে ঘরে এই সংক্রান্ত বিষয় নিয়ে নানা সমস্যা দেখা দেয়। প্রত্যেকের এই বিষয়টি সম্পর্কে জানা দরকার। পড়ুয়া থেকে গৃহবধূ সকলের। আমাদের সমাজেও সকলের জানা প্রয়োজন। আমার মনে হয়, আমার অভিনীত চরিত্রটা বহু মানুষকে প্রেরণা যোগাবে যৌনতা বা যৌন শিক্ষা নিয়ে নিজের কথা বলার জন্য এবং সরব হওয়ার জন্য। অসুরক্ষিত যৌনতার বিরুদ্ধে যাতে মানুষ কথা বলতে পারে, তার জন্যই তৈরি এই ছবি। আশা করি দর্শকদেরও এই ছবি ভাল লাগবে।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">