নয়াদিল্লি: বলিউডে ফের বিয়ের সানাই। অভিনেত্রী রকুলপ্রীত সিংহের (Rakulpreet Singh) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রযোজক জ্যাকি ভাগনানি (Jacky Bhagnani)। শনিবার সন্ধ্যায় গোয়ায় পৌঁছন হবু দম্পতি। বিয়ের আগে বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন রকুল ও জ্যাকি। 


বিয়ের আগে গোয়ায় পৌঁছলেন জ্যাকি-রকুল, হলেন পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি


শনিবার সন্ধ্যা থেকে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে মুম্বই বিমানবন্দরে তারপরে গোয়ায় জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংহকে একসঙ্গে দেখা যায়। বিয়ের কিছুদিন আগেই ডেস্টিনেশনে পৌঁছলেন হবু বর ও কনে। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁদের পরিবারের লোকজন। 


মুম্বই বিমানবন্দরে রকুলপ্রীত সিংহকে প্রথমে দেখা যায় পরিবারকে নিয়ে টার্মিনালের দিকে এগিয়ে যেতে। খানিক পরেই দেখা যায় জ্যাকিকে। এরপর তাঁদের একসঙ্গে দেখা যায় গোয়া বিমানবন্দর থেকে বেরোতে। পাপারাৎজিদের জন্য দাঁড়িয়ে পোজ দেন তাঁরা। এরপর বিমানবন্দর থেকে আলাদা গাড়িতে বেরিয়ে যান রকুলপ্রীত ও জ্যাকি।


রকুলের পরনে ছিল ঝলমলে কমলা রঙের প্যান্টস্যুট, গোলাপী টপ। চুল টেনে পনিটেল বাঁধা, পায়ে সাদা স্নিকার্স। অন্যদিকে জ্যাকি পরেছিলেন ছাপা ধূসর বর্ণের শার্ট, কালো প্যান্ট ও স্নিকার্স। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে গোয়ায় রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে ২১ ফেব্রুয়ারি। 


গত বৃহস্পতিবার, রকুলপ্রীতের বাড়ির লোক পৌঁছন জ্যাকির বাড়ি, বিয়ের আগের রীতিনীতি পালন করার জন্য। রকুল ও জ্যাকি দুজনেই পরিবেশ বান্ধব বিয়ের অনুষ্ঠান চান। সূত্রের খবর, 'সবুজ' বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রও পৌঁছেছে ডিজিট্যাল মাধ্যমে যাতে কাগজ অপচয় না হয়। এছাড়া তাঁদের বিয়েতে আতশবাজি নিষিদ্ধ, এবং বিয়ের অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি নিবদ্ধ করার জন্য গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে আমন্ত্রিতদের।


তিন দিন ধরে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারবেন তাঁরা। ১৯ ফেব্রুয়ারি থেকে আসল অনুষ্ঠান শুরু হবে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন রকুলপ্রীত ও জ্যাকি। ২০২১ সালের অক্টোবর মাসে নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেন অভিনেত্রী ও প্রযোজক।


আরও পড়ুন: Pushpa 3: আসবে 'পুষ্পা ৩'? 'বার্লিন চলচ্চিত্র উৎসব'-এ গিয়ে কী জানালেন অল্লু অর্জুন?


কাজের ক্ষেত্রে, রকুলপ্রীতকে দেখা যাবে কমল হাসানের সঙ্গে 'ইন্ডিয়া ২' ছবিতে। ১৯৯৬ সালে এই ছবির প্রথম অংশ মুক্তি পায় এবং বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যায় কমল হাসানকে যিনি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার সিদ্ধান্ত নেন। অন্যদিকে জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থা থেকে আগামী ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' মুক্তি পাওয়ার কথা। পরিচালনায় আলি আব্বাস জাফার, অভিনয়ে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। ২০২৪ সালের ইদে মুক্তি পাবে এই ছবি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।