নয়াদিল্লি: অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) মুক্তির। সম্প্রতি ছবির দ্বিতীয় ভাগের একটি পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। ২০২৪ সালের ১৫ অগাস্ট, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে 'পুষ্পা ২' (Pushpa 2)। আপাতত অল্লু অর্জুন উপস্থিত রয়েছেন 'বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Berlin Film Festival)। আর সেইখানেই তিনি জানালেন 'পুষ্পা ৩'-এর (Pushpa 3) ব্যাপারে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। অভিনেতা জানিয়েছেন 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজি তৃতীয় ছবি নিয়ে আসতে চলেছে। 


'পুষ্পা ৩' প্রসঙ্গে ঠিক কী বললেন 'আইকন স্টার'?


সম্প্রতি আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণের 'আইকন স্টার' অল্লু অর্জুন বলেন, 'আপনারা নিশ্চিতভাবে তৃতীয় ভাগের প্রত্যাশা করতে পারেন, আমরা এটাকে ফ্র্যাঞ্চাইজি বানাতে চাই এবং সেই লাইনআপে দারুণ আকর্ষণীয় আইডিয়া আছে আমাদের কাছে।' আসন্ন 'পুষ্পা ২' নিয়েও কিছু খবর দেন অভিনেতা। অল্লু অর্জুনের কথায়, ''পুষ্পা ১'-এ দর্শক যে পুষ্পাকে দেখেছেন তার থেকে অনেকটাই আলাদা স্তর দেখতে পাবেন 'পুষ্পা ২' ছবিতে।' তিনি এও জানান যে দ্বিতীয় ভাগে দর্শক এই চরিত্রটিকে আরও গভীরে ও আরও আকর্ষণীয়ভাবে দেখতে পাবেন। প্রথম ছবির থেকে চ্যালেঞ্জের মাত্রাও অনেক বেশি থাকবে, এবং চরিত্রটিকে আরও অনেকগুলো ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ছবিতে। 


অল্লু অর্জুনের কথায়, 'আগের ছবি পর্যন্ত এটি আঞ্চলিক স্তরের জন্য তৈরি হয়েছিল, এখন এটি জাতীয় এবং আন্তর্জাতিক স্কেলে চলবে। 'পুষ্পা ১', পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত, ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি, পুষ্পার পথে কাঁটা হয়ে উঠেছে। তাদের মধ্যে লড়াই এবার বিশাল পরিসরে দেখানো হতে চলেছে।' অভিনেতা জানান 'পুষ্পা ১' আরও অনেক বেশি দর্শকের কাছে পৌঁছয় 'অ্যামাজন প্রাইম ভিডিওস'-এ স্ট্রিমিং শুরুর পর থেকে। প্রেক্ষাগৃহের তুলনায় ওটিটিতে এই ছবি অনেকেই একাধিকবার দেখেছেন। শুধু তাই নয়, এই ছবি একাধিক ভাষায়, একাধিক অঞ্চলের মানুষ এবং একাধিক দেশের মানুষ বারবার দেখেছেন এবং ভালবেসেছেন। 


আরও পড়ুন: Bonny-Priyanka: ফের জুটি বনি-প্রিয়ঙ্কার, এবার গল্প মায়ের হাতের রান্না নিয়ে!


সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ওই বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি হয়ে ওঠে। 'পুষ্পা ১' ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মান্দান্নাকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।