নয়াদিল্লি: গত সপ্তাহে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার খবর দিয়েছিলেন। মঙ্গলবার রাকুলপ্রীত সিংহ নিজের শারীরিক হালহকিকতের আপডেট দিয়ে তাঁর সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে ট্যুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে খবরটা শেয়ার করছি যে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এক্কেবারে সুস্থ, দারুণ লাগছে। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালবাসার জন্য ধন্য়বাদ। আর অপেক্ষা করতে পারছি না। ২০২১টা সুন্দর শরীরে, ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করতে চাই। পাশাপাশি ভক্তদের সাবধানে থাকতে, যাবতীয় আগাম সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে তিনি লিখেছেন, আসুন, আমরা দায়িত্বপূর্ণ আচরণ করি। মাস্ক পরুন। সকলকে ভালবাসার জন্য ধন্যবাদ।


গত সপ্তাহেই রাকুলপ্রীত করোনা সংক্রমণের কথা জানিয়ে লেখেন, প্রত্যেককে জানাতে চাই, আমি করোনা পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারান্টিনে সরিয়ে নিয়েছি। তবে ভালই আছি, শ্যুটে শীঘ্রই ফিরতে চাই। সেজন্য বিশ্রামে থাকব। আমার সংস্পর্শে আসা সবাইকে বলব, দয়া করে পরীক্ষা করিয়ে নিন। ভাল থাকুন, ধন্যবাদ।
প্রাক্তন মডেল রাকুলপ্রীত বলিউডে পা রাখেন ২০১৪য়, দিব্যা খোসলা কুমারের ‘ইয়ারিয়াঁ’ ছবিতে। নীরজ পাণ্ডের ‘আইয়ারি’তে তিনি ছিলেন সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে। ‘দে দে পেয়ার দে’-তে তাঁকে দেখা গিয়েছে অজয় দেবগণ, তব্বুর সঙ্গে। সিদ্ধার্থ মালহোত্র, তারা সুতারিয়ার ছবি ‘মারজওয়া’-তেও ছিলেন তিনি। বলিউডের পাশাপাশি তিনি কন্নড়, তেলুগু, তামিল ছবিতেও কাজ করেছেন।
এরপর তাঁকে দেখা যাবে সীমান্ত পেরনো প্রেম-ভালবাসার ছবিতে। যদিও শিরোনাম স্থির হয়নি ছবির। জন অ্যাব্রাহাম, অদিতি রাও হায়দরিও আছেন সেখানে। টানটান থ্রিলার ভরা নাটকীয় মুহূর্তে ভরা মেডে ছবিতেও সই করেছেন রাকুলপ্রীত। ছবির প্রযোজক-নির্দেশক অজয় দেবগন। ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।