তিনি বলেছেন, তিনি নিজেকে কোয়ারান্টিনে সরিয়ে নিয়েছেন। তবে তিনি ভালোই আছেন, সুস্থ অনুভব করছেন বলে জানিয়ে বিবৃতিতে রাকুলপ্রীত বলেছেন, সকলকে জানাতে চাই, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারান্টিন করেছি। আমি ভালই আছি, বিশ্রাম নিচ্ছি যাতে শীঘ্রই শ্যুটিংয়ে ফিরতে পারি। আমার সংস্পর্শে আসা প্রত্যেককে বলব, দয়া করে টেস্ট করিয়ে নিন। আপনাদের ধন্যবাদ, নিরাপদ থাকুন।
প্রসঙ্গত, রাকুলপ্রীত যে মেডে ছবিতে কাজ করছেন, সেটির পরিচালক-প্রয়োজক অজয়। ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনও কাজ করছেন।
প্রসঙ্গত, মেডে ছবিতে কাজ শুরুর আগে গত মাসে পরিবারের লোকসঙ্গের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন রাকুলপ্রীত।