কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র বিয়ের প্রথম ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন বলি-অভিনেত্রী নিজেই। অন্যদিকে, পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে সাফল্য পেতে শুরু করেছেন। সেই আবহেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছ'বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাঙ্গধর্মী কার্টুন পোস্ট করেছিলেন তিনি। সেই নিয়ে বিক্রান্তের সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইনজীবী আশুতোষ দুবে, তাতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ ধেয়ে আসতে শুরু করে অভিনেতাকে লক্ষ্য করে। বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিলেন বিক্রান্ত। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'তুমি আমার, চিরদিনের...' মালাবদল-সিঁদুরদানে পরিণতি পেল রকুলপ্রীত-জ্যাকির ভালবাসা


অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র বিয়ের প্রথম ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন বলি-অভিনেত্রী নিজেই। বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন রকুলপ্রীত। অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছেন, 'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করলেই শুভেচ্ছার বন্যা। বন্ধুদের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রকুলপ্রীতের অসংখ্য অনুরাগীরাও। সিন্ধি ও পাঞ্জাবি রীতি মেনে বিয়ে হয় রকুলপ্রীত ও জ্যাকির। রকুলপ্রীত পাঞ্জাবি ও জ্যাকি সিন্ধি। সেই কথা মাথায় রেখেই দুই রীতিনীতিই মেনেছেন রকুল-জ্যাকি উভয়েই। সকালে নিয়ম মেনে তাঁদের 'চূড়া' সম্পন্ন হয়েছে। গোধূলিতে বসেছে বিয়ের আসর। শিখদের নিয়ম মেনে প্রথমে ‘আনন্দ কারজ’ হয় রকুলপ্রীত ও জ্যাকির। এরপরে, সিন্ধি রীতি মেনে হয় বিয়ে।


ছ’বছর আগে রাম-সীতা কার্টুন পোস্ট, বিতর্কে ক্ষমা চাইলেন বিক্রান্ত


পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে সাফল্য পেতে শুরু করেছেন। সেই আবহেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছ'বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাঙ্গধর্মী কার্টুন পোস্ট করেছিলেন তিনি। সেই নিয়ে বিক্রান্তের সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইনজীবী আশুতোষ দুবে, তাতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ ধেয়ে আসতে শুরু করে অভিনেতাকে লক্ষ্য করে। বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিলেন বিক্রান্ত। (Vikrant Massey)। ২০১৮ সালে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি কার্টুন পোস্ট করেন বিক্রান্ত। সেই সময় জম্মু ও কাশ্মীরে এক নাবালিকার ধর্ষণ এবং উন্নাও ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল গোটা দেশ। ওই প্রেক্ষাপটে যে কার্টুন পোস্ট করেন বিক্রান্ত, তাতে রাম ও সীতার ছবি আঁকা ছিল। সংবাদপত্র হাতে নিয়ে বসে থাকা সীতা এবং রামের মধ্যেকার কথোপকথন ফুটিয়ে তোলা হয়, যাতে সীতা রামকে বলছেন, 'ভাগ্য ভাল রাবণ আমাকে অপহরণ করেছিল, তোমার ভক্তরা নয়'। (Vikrant Massey Cartoon Controversy)। নাবালিকা ধর্ষণের প্রেক্ষাপটে কার্টুনটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সেই সময় নিজের মতামতও তুলে ধরেছিলেন বিক্রান্ত। তাঁর বক্তব্য ছিল, ‘আধসেদ্ধ আলু এবং আধপোড়া জাতীয়তাবাদ শুধুমাত্র পেটের যন্ত্রণাই বাড়িয়ে তোলে। #kathuaCase #Unnao #Shame’। সেই সময়ও ওই পোস্ট নিয়ে বিতর্ক হয়। ছ'বছর পর সেই পোস্ট ঘিরে আবাও বিতর্ক শুরু হয়েছে নতুন করে। পোস্টটি মুছে দিয়েছেন বিক্রান্ত।


'আমার সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান...তোমাকে ভালবাসি', রাজের জন্মদিনে শুভশ্রীর মিষ্টি প্রেমপত্র


রাজনীতির ময়দানের বিধায়ক, ক্যামেরার পিছনে লাইটস-ক্যামেরা-অ্যাকশনের পরিচালক তিনি... কিন্তু বাড়িতে? এক্কেবারে 'ফ্যামিলি ম্যান'।  আজ জন্মদিন টলিউডের পরিচালক ও তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র। সোশ্যাল মিডিয়ায় গোটা বছরেরই টুকরো টুকরো খুশির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।  জন্মদিনের রাতে সাদা কেক কেটে দিনটা শুরু করেছিলেন রাজ চক্রবর্তী। আর অবশ্যই কেক কাটার সময় হাতের ওপর হাত রাখেন শুভশ্রী। দুজনেই পরেছিলেন সাদা পোশাক। সাদা দোতলা কেকে ছুরি বসিয়ে দিনের উদযাপন শুরু করেন তাঁরা। একে অপরকে কেক খাইয়ে দেন। এরপরে রাজ কেক খাইয়ে দেন সবাইকেই। তবে এদিন রাজ-শুভশ্রীর সঙ্গে ছিল না ইউভান ও ইয়ালিনি। আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী অবশ্য যে পোস্টটি শেয়ার করে নিয়েছেন, সেখানে রয়েছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে সময় কাটানো, মলদ্বীপ-ভ্রমণের ছবি ও একান্তে কাটানো রোম্যান্টিক মুহূর্ত। আবার ভেসে উঠেছে রাজের পুজো করা থেকে শুরু করে গানের সঙ্গে নাচ করার দৃশ্যও। সেই রিলটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং সেরা, সেরা মানুষ। তোমায় সবার চেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন রাজ।'


জন্মদিনে বুর্জ খলিফায় প্রমিতা, তাঁর জন্য কী পরিকল্পনা করলেন রুদ্রজিৎ?


একসময় তাঁরা ছিলেন পর্দার জনপ্রিয় জুটি। সেই একসঙ্গে কাজ থেকেই শুরু প্রেম-তারপরে আইনি বিয়ে। তবে বর্তমানে বেশ অনেকদিনই পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ও রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)। এখন তিনি ব্যস্ত নিজেদের ইউটিউব চ্যানেল ও ভ্লগিং নিয়ে। আর আজ, প্রমিতার জন্মদিন। সেই উপলক্ষ্যে, যুগলে দুবাই পাড়ি দিলেন অভিনেতা-অভিনেত্রী। কেমন করে জন্মদিনটা কাটাচ্ছেন প্রমিতা? জন্মদিনের রাতে রুদ্রজিতের সঙ্গে বুর্জ খলিফায় (Burj Khalifa) -তে গিয়েছিলেন অভিনেত্রী। আর বিখ্যাত সেই বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে, 'বার্থ ডে গার্ল' লেখা শ্যাশ পরে ছবি তুলেছেন তিনি। কখনও তিনি রুদ্রজিতের বাহুলগ্না আবার একাই উচ্ছ্বসিত হয়ে ছবি তুলেছেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন প্রমিতা। সেখানে দেখা যাচ্ছে, হালকা বেগুনি পোশাকে সেজেছেন প্রমিতা। দুবাইয়ের একটি ফুলের বাগানে ছবি-ভিডিও তুলেছেন তাঁরা। বর্তমানে ছোটপর্দায় অভিনয় করছেন না রুদ্রজিৎ বা প্রমিতা কেউই। তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তাঁরা। লাইফস্টাইল থেকে শুরু করে ট্রাভেল.. এই সবই মূলত থাকে তাঁদের ভ্লগে। সদ্য বিমানবন্দর থেকেও ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। রুদ্রজিৎ ও প্রমিতার চ্যানেলের ফলোয়ার্সও রয়েছে যথেষ্টই। তবে ছোটপর্দায় ফিরতে চান দুজনেই। তবে সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।


আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে, তবু নবনীতার প্রোফাইলে জিতুর সঙ্গে কাটানো মধুর স্মৃতি!


তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হল। অথচ এখনও অভিনেত্রীর ইনস্টাগ্রামে এখনও নায়কের উপস্থিতি! কোনও এক পাহাড়ে কাটানো সুখস্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। আর সেখানে তাঁর সঙ্গে দেখা গেল জিতু কমল (Jeetu Kamal)-কে। জিতু-নবনীতার বিবাহবিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন নবনীতাই। সেই সময়েই তিনি লিখেছিলেন, তিনি আলাদা থাকছেন জিতুর থেকে। এই খবরে সিলমোহর দিলেও, কখনও নিজেদের মধ্যের সমস্যা নিয়ে মুখ খোলেননি জিতু। সবসময়েই তিনি বলেছেন, নবনীতার সঙ্গে অনেক ভাল মুহূর্ত কাটিয়েছেন তিনি, কেবল সম্পর্ক ভেঙে গিয়েছে বলে তাঁর অবমাননা করতে চান না। সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন নবনীতা। সেটি আসলে পুরনো একটি রিল। সেখানে ব্যবহার করা হয়েছে একটি কবিতা। তাতে বিচ্ছেদের সুর। বিচ্ছেদের পরে যোগাযোগ রাখার, কথা বলার আর্তি, ফের ছেড়ে থাকার বেদনা... সবই যেন ফুটে উঠেছে সেই কবিতায়। আর সেইসঙ্গে নবনীতা যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, সেটি সুখের মুহূর্তের। কোনও এক পাহাড়ের কোলে একসঙ্গে মজা করছেন, হাসছেন, আনন্দে মজেছেন জিতু নবনীতা।  এই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, ফের এক হয়েছেন জিতু-নবনীতা। এই ভিডিও বোধহয় সদ্য তোলা। তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন পাহাড়ে। আর সেখানে গিয়েই মিটেছে মান-অভিমান। তবে... এই ভিডিও পুরনো। নভেম্বর মাসে আইনত বিচ্ছেদ হয়ে যায় জিতু-নবনীতার। বর্তমানে তাঁরা ব্যস্ত নিজের নিজের জীবনে। আপাতত ধারাবাহিক শেষ হয়েছে নবনীতার। অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে জিতুর একটি ছবি, 'যখন কুয়াশা ছিল'। জিতু অবশ্য কাজের বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে তেমন স্বচ্ছন্দ্য নয়। সোশ্যাল মিডিয়াতেও নিজের ছাড়া অন্য কারও ছবি শেয়ার করেন না তিনি। কাজ ও নিজের ছবিই শেয়ার করে নেওয়া জিতুর পছন্দ।


আরও পড়ুন : Rakulpreet-Jacky Weddling: নববধূ রকুলপ্রীতকে চুম্বন স্বামীর.. পাপারাৎজিরা বলছেন, 'জ্যাকি কি দুলহানিয়া'