মনোজ বন্দ্যোপাধ্যায়, চাপড়া: আধার কার্ড (Aadhaar Cancel) বাতিলের চিঠি এবার চাপড়ায় (Chpra)। আধার কার্ড নিষ্ক্রিয় নোটিশ পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা। ব্যাঙ্কের লেনদেন, রেশন পরিষেবা নিয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।


আধার বাতিলে বাড়ছে দুশ্চিন্তা: আধার কার্ড বাতিলের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে একাধিক জেলায়। এবার আধার বতিলের চিঠি চাপড়ায়। দিন দুয়েক আগে চাপড়া ব্লকের মধুপুর গ্রামের প্রায় ৬০ জনের বাড়িতে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে চিঠি এসেছে। স্থানীয় সূত্রে খবর, যাঁদের বাড়িতে আধার বাতিলের চিঠি এসেছে তাঁরা সবাই মতুয়া সম্প্রদায়ের। প্রায় ৩০বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন।              


মালদায় আধার বাতিলের চিঠি: মালদার হবিবপুর বক্সিনগর খোট্টাপাড়া এলাকায় আধার কার্ড বাতিলের চিঠি এসেছে। একইভাবে আধার বাতিলের চিঠি পৌঁছেছে হবিবপুরের আদমপুর এলাকায় কৃষ্ণ দাসের পরিবারে। কৃষ্ণ দাস জানিয়েছেন, “ওই চিঠির বয়ানে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট' করা হয়েছে। আমাদের রেশন কার্ড, প্যান কার্ড ব্যাঙ্কের বই সব রয়েছে। আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করেছি। তখনও কোনও সমস্যা হয় নি। হঠাৎ করে কী ঘটল, বুঝতে পারছি না। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব রয়েছে আমাদের।’’ কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসল তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার।


সহায়তা কেন্দ্র ঠাকুরনগরে: লোকসভা ভোটের আগে আধার বাতিলের চিঠি নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এদিকে টেকনিক্যাল সমস্যার কারণে, আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এই প্রেক্ষিতে আধার কার্ড সমস্যা সমাধানের ঠাকুরবাড়িতে সহায়তা কেন্দ্র খুললেন বিজেপি সাংসদ। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ঠাকুরবাড়িত প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধে ৭ টা পর্যন্ত এই সহায়তা কেন্দ্র খোলা থাকছে। আধার কার্ড বন্ধ হয়েছে জানিয়ে এখানে কার্ড চালুর আবেদন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সূত্রের। খবর, এখনও পর্যন্ত অফ লাইনে ৫ হাজার এবং অন লাইনে ১০ হাজার মতো ফর্ম জমা পড়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: West Burdwan: ভিন রাজ্যে ডাকাতি করে এরাজ্যে 'আশ্রয়', দুর্গাপুর থেকে পাকড়াও দুই