নয়াদিল্লি: হতে পারে সিদ্ধার্থ মালহোত্র ও রকুলপ্রীত সিংহ অভিনীত ছবি ‘আইয়ারি’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। কিন্তু, ছবির প্রচারে কোনও কসুর করছেন না সিদ্ধার্থ-রকুলপ্রীত। তবে, তা করতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের।


সম্প্রতি, ছবির প্রচারের একটি ভিডিও পোস্ট করেছেন রকুল। সেখানে এমন এক পরিস্থিতি তৈরি হয় যাতে অস্বস্তির সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ইভেন্টে গিয়ে সিদ্ধার্থ ও রকুল ‘আইয়ারি’ ছবির প্রচারের অংশ হিসেবে তার একটি গান ‘লে ডুবা’-র তালে তালে নাচছিলেন।


[embed]https://twitter.com/aiyaary/status/963015133164376064[/embed]

ভিডিওতে দেখা যায়, নাচের একটি স্টেপ করতে গিয়ে সিদ্ধার্থ তাঁর সহ-অভিনেত্রীকে কোলে তুলে নিচ্ছেন। রাকুলের পোশাক ঠিকমতো সেট ছিল না। ফলে, সিদ্ধার্থ যেই তাঁকে কোল থেকে নামান, অভিনেত্রীকে দেখা যায় নিজের পোশাক ঠিক করছেন।


 



এখানে বলে রাখা দরকার, ‘আইয়ারি’ ছবি দিয়ে কেরিয়ারের শুরু করলেন রাকুলপ্রীত। ছবিটির পটভূমিকা ভারতীয় সেনাকে ঘিরে। ছবিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, নাসিরুদ্দিন শাহ ও অনুপম খের।

[embed]