নয়াদিল্লি: ব্লকবাস্টার 'আর আর আর' (RRR) ছবির পর এবার নয়া কাজের কথা চলছে অভিনেতা রাম চরণের (Ram Charan)। শোনা যাচ্ছে ফের একটি প্যান ইন্ডিয়া (Pan India) ছবিতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, তেলুগু সুপারস্টার আরও একটি বলিউড ছবিতে কাজ করতে চলেছেন যার পরিচালনায় দেখা যাবে তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে (Sanjay Leela Bhansali)। 


এবার একসঙ্গে রাম চরণ-সঞ্জয় লীলা বনশালী?


বলিউড সূত্রে খবর, এবার বলিউডের তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন তেলুগু তারকা অভিনেতা রাম চরণ। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। তবে সূত্রের খবর, নির্মাতাদের সঙ্গে কথাবার্তা চলছে অভিনেতার এবং ইতিমধ্যেই তাঁরা চিত্রনাট্যও শুনে ফেলেছেন। 


শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর এই প্যান ইন্ডিয়া ছবি তৈরি হবে আমিশের বইয়ের ওপর ভিত্তি করে। তাঁর জনপ্রিয় বই, 'দ্য লেজেন্ড অফ সুহেলদেব'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে ছবি। সূত্রের আরও খবর, ছবিতে রাজপুত যোদ্ধার চরিত্রে দেখা যাবে রাম চরণকে, যাঁর নাম সুহেলদেব বারহাজ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। 


এছাড়া রাম চরণকে খুব দ্রুত 'গেম চেঞ্জার' ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁকে আইএএস আধিকারিকের চরিত্রে দেখা যাবে বলে খবর। 'আর আর আর' অভিনেতা ছাড়াও এই ছবিতে কিয়ারা আডবাণী, অঞ্জলি, এসজে সুরিয়া, জয়ারাম, সামুতিরাকানি, সুনীল, শ্রীকান্ত ও নাসারকে দেখা যাবে একাধিক মুখ্য চরিত্রে। যদিও, পরিচালক শঙ্কর, 'গেম চেঞ্জার' ছবির শ্যুটিং শিডিউল ম্যানেজ করছেন কমল হাসানের 'ইন্ডিয়ান ২' ছবির সঙ্গে। ফলে ছবির কাজ পিছিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে পরিচালক শঙ্করের বিরুদ্ধে একাধিক হ্যাশট্যাগ ট্রেন্ডও করছে 'এক্স' সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ছবির আপডেট না পেয়ে, মুক্তির তারিখ জানতে পেরে যথেষ্ট ক্ষুব্ধ বলা চলে। 'গেম চেঞ্জার' ছাড়াও রাম চরণের হাতে আরও একটি কাজ রয়েছে যার পরিচালক বুচি বাবু সানা। ছবির নাম এখনও স্থির হয়নি। 


আরও পড়ুন: TMC MP Dev: আমি চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না: দেব


অন্যদিকে, সঞ্জয় লীলা বনশালী আপাতত ব্যস্ত ওয়েব প্ল্যাটফর্মে তাঁর প্রথম মুক্তি নিয়ে। আসতে চলেছে 'হীরামাণ্ডী'। গণিকাবৃত্তি নিয়ে তৈরি এই ছবির লুক ও টিজার ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। সিরিজে রয়েছেন একাধিক প্রথম সারির তারকা অভিনেত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।