কলকাতা: দফায় দফায় বৈঠকের পর নাকি ফের প্রার্থী হতে রাজি হয়েছেন। কিন্তু কোথাও যেন আক্ষেপের সুর দেবের গলায়। অন্তত শনিবার তাঁর বক্তব্যে তেমনই উঠে এল। জানালেন, তিনি চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়বে না। বিগত কয়েক দিন ধরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যেই এমন মন্তব্য করলেন দেব। 


শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দেব। তার পর কালীঘাটে গিয়ে আধ ঘণ্টার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রে জানা যায়, দলের হয়ে তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে কোথা থেকে প্রার্থী হবেন তিনি, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।


এর পর কালীঘাট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব। তিনি বলেন, "আমি একটাই কথা বলব, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলাম। বলেছিলাম, আমি চাইলেও বেরিয়ে যাব বা দাঁড়াব না, তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না। "


আরও পড়ুন: TMC MP Dev: তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?


এদিন আরও একবার তাঁর রাজনৈতিক জীবনে মমতার গুরুত্ব বুঝিয়ে দেন দেব। ২০১৪ সালে দেবকে প্রার্থী হতে দেবকে মমতাই রাজি করান। ২০১৯ সালেও ফের তার পুনরাবৃত্তি ঘটে। এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলেও জানিয়েছিলেন দেব। কিন্তু সম্প্রতি একটি বৈঠকে মমতা জানান, দেব আবারও প্রার্থী হবেন। কিন্তু তার পরও অনিশ্চয়তা ছিল। দেব বিজেপি-র সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলে দাবি করেছিলেন রুদ্রনীল ঘোষ। যদিও দেব সেই দাবি উড়িয়ে দেন। 


এর পরই শনিবার দফায় দফায় অভিষেক এবং মমতার সঙ্গে বৈঠক করেন দেব। সেখানে দেবের অভাব-অভিযোগ শোনেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেন তিনি প্রার্থী হতে চাইছেন না, জানতে চাওয়া হয় তা-ও। এর পর সব শুনে নাকি তাঁকে আশ্বস্ত করা হয়। এর পরই নাকি দেব ফের দলের প্রার্থী হতে রাজি হন বলে দলীয় সূত্রে জানা যায়। দেব ফের ঘাটালেই প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মমতারই।