নয়াদিল্লি: দক্ষিণের সুপারস্টার হলেও রাম চরণ (Ram Charan) এখন গোটা দেশের ঘরে ঘরে পরিচিত নাম। সৌজন্যে এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি 'আর আর আর' (RRR)। সেই ছবির 'নাটু নাটু' গান ভারতে এনেছে অস্কার। আজ ২৭ মার্চ, রাম চরণের ৩৮তম জন্মদিন। তিনি বলিউডে কোন ছবির হাত ধরে পা রেখেছিলেন জানেন? অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কালজয়ী 'জঞ্জির'-এর (Zanjeer) রিমেকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে। প্রথম হিন্দি দর্শকের কাছে আত্মপ্রকাশের ক্ষেত্রে সেখানেরই শাহেনশার ছবির রিমেকে সই, নিজের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কঠিন পদক্ষেপ বলেই মনে করেন ফিল্ম সমালোচকরা। শোনা যায় এই ছবির রিমেক করার সাহস খোদ বিগ বি পুত্র অভিষেক বচ্চনও করেননি। 


রাম চরণের বলিউড ডেবিউ


বলিউডে ডেবিউ করার ক্ষেত্রে অমিতাভের 'জঞ্জির' ছবির রিমেকে সই করা  নিঃসন্দেহে রাম চরণের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ ছিল। ২০১৩ সালে মুক্তি পায় এই ছবি। শোনা যায় একবার এক বলিউড তারকাই নাকি রাম চরণকে প্রশ্ন করেছিলেন যে এই ছবি করার চ্যালেঞ্জ কেন গ্রহণ করেছিলেন তিনি, যেখানে অভিষেক বচ্চন নিজে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রাম চরণ, যিনি নিজেও দক্ষিণী তারকা চিরঞ্জীবীর পুত্র, উত্তর দেন যে তিনি স্বাভাবিকভাবেই চাপ সামাল দিতে অভ্যস্ত। 


প্রিয়ঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, অতুল কুলকর্নি, মাহি গিল অভিনয় করেছিলেন ২০১৩ সালের 'জঞ্জির' ছবিতে। অপূর্বা লাখিয়া ছবির পরিচালনা করেছিলেন। ছবিটি হিন্দির পাশাপাশি তেলুগুতেও মুক্তি পায়। ১৯৭৩ সালে মুক্তি প্রাপ্ত অমিতাভ বচ্চনের 'জঞ্জির'-এ অভিনয় করেছিলেন জয়া বচ্চন, প্রাণ, অজিত খান ও বিন্দু। প্রকাশ মেহরা ছিলেন পরিচালক। নিজের কাজের ওপর আত্মবিশ্বাসী হওয়া সত্ত্বেও রাম চরণ সেই সময় অন্য কোনও হিন্দি ছবিতে সই করেননি। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে রাম চরণকে। চলতি বছরের শেষের দিকেই এই ছবি মুক্তি পাবে। 


২০১৩ সালের এক সাক্ষাৎকারে রাম চরণ তাঁর বলিউড ডেবিউ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, 'বলিউডের এক বড় তারকা আমাকে বলেন, 'তুমি কি জানো তুমি কী করতে চলেছ? 'জঞ্জির' এমন একটি সিনেমা যা প্রত্যেক ভারতীয়র ব্যক্তিগত লাইব্রেরিতে থাকে। ওঁর নিজের ছেলে এই চেষ্টা করতে চাননি কারণ অনেকটা বেশি বোঝা হয়ে যাবে। তুমি কেন করতে চাও?' আমি শুধু বলি, 'স্যর, আপনাকে বলি যে চাপ সামাল দিতেই আমার জন্ম হয়েছে। আমি এমনও দেখেছি যে লোকজন এসে আমাকে বলছে যে আমাকে আমার বাবার জুতোয় পা গলাতে হবে।' কিন্তু মিস্টার বচ্চনের সিনেমার সঙ্গে সঙ্গে সেই জুতোর সাইজ বড় হয়েছে শুধু।'


আরও পড়ুন: Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার রাজনৈতিক থ্রিলার 'শিবপুর' মুক্তির দিন প্রকাশ্যে


প্রসঙ্গত, রাম চরণকে 'আর আর আর' ছবিতে দেখা গিয়েছিল জুনিয়র এনটিআরের সঙ্গে। ছবিতে ছিলেন আলিয়া ভট্ট, অজয় দেবগণও। গত বছরের ডিসেম্বরে রাম চরণ ঘোষণা করেন যে তিনি বাবা হতে চলেছেন। আড তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল আগামী ছবি 'গেম চেঞ্জার'-এর নাম। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে।