কলকাতা: কালো রোদচশমায় ঢেকেছে চোখ। পুলিশ অফিসারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর পাশেই দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর পরণে সাদা শাড়ি, জোড় করা হাত, চোখে মুখে বিহ্বলভাব। মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য্যের (Arindam Bhattacharyya)-র নতুন ছবি শিবপুর (Shibpur)-এর পোস্টার। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখও। আগামী ৫ মে বড়পর্দায় মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি। 


অরিন্দমের এই থ্রিলারে পরমব্রত ও স্বস্তিকাকে ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও রাজদীপ সরকারকে (Rajdeep Sarkar)।


গল্প শুরু হয় যখন প্রথম সারির সংবাদ সংস্থার এক পলিটিক্যাল সাংবাদিক একজন মহিলা সম্পর্কে দুর্দান্ত একটা খবর আবিষ্কার করে । একজন সাধারণ বাড়ির গৃহবধূ থেকে মাফিয়া গ্যাংয়ের লিডার হয়ে ওঠার গল্পের প্রতি আগ্রহী হন ওই সাংবাদিক । শুধু তাই নয় । ৮০-র দশকে শিবপুরে তিনি দাপিয়ে বেরিয়েছেন । কিন্তু ৯০-র দশকে তিনি হঠাৎ বেপাত্তা হয়ে যান। তাঁর আর খোঁজ মেলেনি । এরপর এলাকা মারপিট-হানাহানিতে রক্তাক্ত হয়ে ওঠে। সেই সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি সামাল দেয় সুলতান আহমেদ নামের এক আইপিএস অফিসার । সরকার নির্দেশ দেয় ওই মহিলাকে খুঁজে বার করার, যাতে এই ত্রাসের রাজত্ব শেষ হয় । কিন্তু পৃথিবীর বুক থেকে যেন একপ্রকার গায়েবই হয়ে যান ওই মহিলা । কী পরিণতি হল ওই মহিলার ? তাঁকে কি তাঁর বিরোধী দলের লোকজন মেরে ফেলে ? নাকি তাঁর হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক চাল ? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সন্দীপ সরকার ও অজন্তা সিনহা রায় প্রযোজিত এই থ্রিলারে ।


সোশ্যাল মিডিয়ায় আজ ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। দর্শকেরাও অপেক্ষায় রয়েছে অন্য় স্বাদের এই রাজনৈতিক থ্রিলার দেখার জন্য। ২০২২ সালের অগাস্ট মাস নাগাদ শেষ হয়েছিল এই ছবির শ্যুটিং। ওই বছরেরই শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল 'শিবপুর'। তবে কিছুটা সময় পিছিয়ে মে মাসে আসছে ছবিটি।


আরও পড়ুন: Smriti Irani: উপার্জন ছিল মাত্র ১৮০০ টাকা, অটো করে শ্যুটিং করতে যেতেন স্মৃতি ইরানি