Pan Card Minor: প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদের জন্যও কাজে লাগে প্যান কার্ড। বিশেষ করে স্কুলে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই নথি। আজকাল সহজ পদক্ষেপের মাধ্যমে তৈরি করা যেতে পারে এই কার্ড। জেনে নিন কীভাবে ? 


PAN Card Update: সরাসরি নাবালকের কার্ডে পাওয়া যায় অনুমতি ?
নিয়ম অনুসারে, কোনও নাবালক বা শিশুকে সরাসরি প্যান কার্ডের অনুমতি দেওয়া হয় না। এর জন্য কেবল সন্তানের বাবা-মা আবেদন করতে পারেন। তবে সেই ক্ষেত্রেও প্রয়োজন কিছু বিশেষ নথি।


Pan Card Minor: সন্তানের প্যান কার্ডের জন্য এই নথিগুলির প্রয়োজন হবে


নাবালকের বাবা-মায়ের ঠিকানা ও পরিচয়ের প্রমাণ।


আবেদনকারীর ঠিকানা ও পরিচয়ের প্রমাণপত্র আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি। নাবালকের বাবা-মায়ের যেকোনও একটি নথি এই ক্ষেত্রে প্রয়োজন হবে।
৩ ঠিকানার প্রমাণের জন্য আধার কার্ড, সম্পত্তির রেজস্ট্রেশন নথি, আবাসিক শংসাপত্র বা পোস্ট অফিসের পাসবুকের একটি কপি ব্যবহার করা যেতে পারে।


PAN Card Update: এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি নাবালকের প্যান কার্ড তৈরি করতে পারেন


প্রথমে NSDL-এর ওয়েবসাইটে যান


আপনার নাবালক সন্তানের সঠিক বিভাগ নির্বাচন করুন।
যার জন্য আপনি প্যান কার্ডের আবেদন করছেন, সেই বিভাগ নির্বাচন করতে তার সব ব্যক্তিগত তথ্য পূরণ করুন।


নাবালকের বয়সের শংসাপত্র ও পিতামাতার ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।


অভিভাবকদের ডিজিটাল স্বাক্ষরও আপলোড করতে হবে।


একটি প্যান কার্ড তৈরির জন্য 107 টাকা ফি দিতে হবে, যা ডিজিটালি পাঠাতে পারেন আপনি।


ফি জমা দিন ও তারপর ফর্ম জমা দিন।


আবেদন করার পর আপনি আপনার মেইলে কনফারমেশেন পাবেন।


আবেদন করার পরে আপনি যে রসিদ নম্বর পাবেন, তা নিজের কাছে রাখুন। যাতে আপনি প্রয়োজনে আবেদনের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন।


১০ যাচাইকরণ শেষ হওয়ার 15 দিনের মধ্যে আপনার রেজিস্টার্ড ঠিকানায় প্যান কার্ড পৌঁছে দেওয়া হবে।


আরও পড়ুন : Post Office Scheme: ১ টাকার কয়েন নিয়ে সমস্যা ! সমাধান পেতে করুন এই কাজ