কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জন্মদিনে বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jamwal) পোস্ট করা ছবি। কেক, আনন্দ-উৎসব কিছুই ছিল না তাঁর জন্মদিনের ছবিতে। জঙ্গলের মধ্যে, ঝরনার ধারে বসে বিদ্যুৎ যে ছবিগুলি পোস্ট করেছিলেন, সেখানে তাঁর শরীরে নেই একটা সুতোও! সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে 'বিদ্যুৎ' গতিতে। আর তাই দেখে কী মন্তব্য করে বসলেন পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)?
সোশ্যাল মিডিয়ায় হিমালয়ের কোলে বসে থাকা বিদ্যুৎ জামওয়ালের সেই ছবি দেখে নিজের এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে রামগোপাল বর্মা লিখেছেন, 'হ্যালো বিদ্যুৎ.. তুমি খুব সঠিক সময়ে নিজের ভিতরের 'অ্যানিম্যাল' টাকে বের করে এনেছো। তোমায় গ্রীক গডের মতোই দেখাচ্ছে। তোমায় অনেক অনেক স্যালুট।'
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। সেই ছবি সমালোচিত হলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। অন্যদিকে 'গ্রীক গড' বলা হয় হৃতিক রোশন (Hrithik Roshan)-কে। বিদ্যুৎ জামওয়ালের সুগঠিত শরীর, লম্বা চুল... এই সব মিলিয়ে রামগোপাল ভার্মা বিদ্যুৎতে তুলনা করলেন গ্রীক গডের সঙ্গে। প্রসঙ্গত, শেষবার 'আইবি ৭১' (IB 71) ছবিতে দেখা গিয়েছিল বিদ্যুৎকে।
জন্মদিনে করা নিজের পোস্টে দেওয়া ছবিগুলির একটিতে দেখা গেল অভিনেতা একেবারে কোনও পোশাক ছাড়াই একটি নদীর ধারে বসে রয়েছেন। এরপর জলে নেমে তাঁকে ধ্যান করতে দেখা গেল। শেষ ছবিতে জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খাবার বানাতেও দেখা গেল তাঁকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'হিমালয়ের কোলে আমার রিট্রিট - 'দ্য অ্যাডোব অফ দ্য ডিভাইন', শুরু হয়েছিল ১৪ বছর আগে। আমি বুঝে ওঠার আগেই, প্রত্যেক বছর ৭ থেকে ১০ দিন একলা একান্তে কাটানোটা আমার জীবনের অংশ হয়ে ওঠে। বিলাসিতা এবং আনন্দের জীবন থেকে প্রকৃতির মাঝে এসে, আমি আমার একাকীত্ব খুঁজে পেতে এবং "আমি কে নই" জানার গুরুত্ব উপলব্ধি করতে উপভোগ করি যা "কে আমি" জানার প্রথম ধাপ এবং সেই সঙ্গে শান্তভাবে নিজেকে রক্ষা করা প্রকৃতি দ্বারা প্রদত্ত বিলাসিতার মাধ্যমে।'
আরও পড়ুন: Ankita-Vicky: 'অঙ্কিতার থেকে অনেক ভাল রান্না করে ও....', ভিকির দরাজ সার্টিফিকেট পাওয়া সেই নারী কে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।