নয়াদিল্লি : শেষ হতে চলল ২০২৩ । গোটা একটা বছরে ভারতে কাকে নিয়ে কৌতূহল বেশি ছিল ? মানে, কার সম্বন্ধে জানতে গুগলে বেশি ঘাঁটাঘাঁটি করেছে দেশবাসী ? তা এবার খোলসা করল বহুজাতিক এই সংস্থা। এই তালিকায় একেবারে শীর্ষে বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী। ২০২৩ সালে ভারতে 'Most Googled People' এর তালিকায় একেবারে প্রথমে রয়েছেন অন্যতম সফল এই অভিনেত্রী। তাঁর স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন এই যুগল। এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়েছে, 'ভারতে ট্রেন্ডিং মানুষের তালিকায় সামনে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এমনকী বিশ্বজুড়ে ট্রেন্ড করা অভিনেতাদের তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছেন।'


অন্যদিকে, কিয়ারার পরেই ভারতে সবথেকে বেশি গুগল করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিলকে নিয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্র। এই তালিকায় আর রয়েছেন- মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব ও ট্রাভিস হেড।  


প্রথম ১০ জনের তালিকা-



  • কিয়ারা আডবাণী

  • শুভমন গিল

  • রাচিন রবীন্দ্র

  • মহম্মদ শামি

  • এলভিস যাদব

  • সিদ্ধার্থ মালহোত্রা

  • গ্লেন ম্যাক্সওয়েল

  • ডেভিড বেকহ্যাম

  • সূর্যকুমার যাদব

  • ট্রাভিস হেড    


"Most Googled Movies"-এর তালিকায় জায়গা করে নিয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের একাধিক ছবি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ-অভিনীত 'জওয়ান' ও 'পাঠান' প্রথম পাঁচের মধ্যে রয়েছে।  


গুগলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সিনেমার ক্ষেত্রে যেখানে Barbenheimer phenomenon গোটা বিশ্বের নজর কেড়েছে, সেখানে ভারতীয় ছবি কিছু কম যায়নি। স্থানীয় স্তরের ছবির মধ্যে টপ ট্রেন্ডিং তালিকায় 'জওয়ান' শীর্ষ স্থানে রয়েছে। এবং #3 বিশ্বজুড়ে টপ ট্রেন্ডিং ছবির তালিকাতেও জায়গা করে নিয়েছে এই ছবি। স্থানীয় স্তরে ও বিশ্বজুড়ে টপ ট্রেন্ডিং তালিকায় গদর ২ ও পাঠানের মতো ছবিও উল্লেখযোগ্য স্থানে রয়েছে ।' 


বছরে সেরা ১০ 'Googled' ছবির তালিকা-



  • জওয়ান

  • গদর ২

  • ওপেনহেইমার

  • আদিপুরুষ

  • পাঠান

  • দ্য কেরল স্টোরি

  • জেলর

  • লিও

  • টাইগার-৩

  • ভারিসু


আরও পড়ুন ; এক ফ্রেমে অভিষেক-অমিতাভের সঙ্গে ঐশ্বর্য্য, তবু বরফ গলল না! জল্পনা উস্কে কী লিখলেন 'বিগ বি'?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।