কলকাতা: 'দ্য় কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্ক চলছেন। এরইমধ্য়ে এই ছবি নিয়ে ট্য়ুইট করলেন পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)। ট্য়ুইটে তিনি লেখেন, 'কেরালার গল্পটি মূলধারার বলিউডের মৃত মুখের আয়না'। অনেকেই তাঁর এই মন্তব্য়কে সমর্থন করেছেন। আবার অনেকে এই মন্তব্য়ের বিরোধীতাও করেছেন।
প্রসঙ্গত, বিতর্ক যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ছবির ব্য়বসা। তৃতীয় শনিবারে (third Saturday) ছবির আয় বৃদ্ধি হল ৫০ শতাংশ।
আরও পড়ুন...
Vastu Tips: দূর হবে শনির দোষ, অশুভ শক্তি থেকেও রক্ষা ; বাড়ির সামনে লাগান এই গাছ
'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয় কত?
৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। গতকাল, ২০ মে, প্রেক্ষাগৃহে তৃতীয় শনিবার পার করল ছবিটি। এই শনিবার ছবির ব্যবসা বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। ষোড়শ দিনে ৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এবং মনে করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে তৃতীয় রবিবার অর্থাৎ আজ, এই ছবির ব্যবসা হবে দুই সংখ্যায়।
১৬ দিনের শেষে এই ছবির মোট আয় ১৭৭ কোটি টাকা এবং এই সপ্তাহান্তে ছবির ব্যবসা ১৮৮ কোটিতে পৌঁছে যাবে। ২০ কোটি টাকা বাজেটের ছবির ক্ষেত্রে এই আয় দুর্দান্ত বলাই বাহুল্য। প্রথম দিন সাধারণ ব্যবসা দিয়ে খাতা খুললেও দিন ১৫-১৬ পরে এসেও ব্যবসার পরিমাণ ক্রমশ ঊর্ধ্বমুখী।
প্রসঙ্গত, ছবির এই আয়ের পরিমাণ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্যগুলি থেকে হচ্ছে। মাল্টিপ্লেক্সেও নয়, কোনও সিঙ্গল স্ক্রিনেও নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পৌঁছচ্ছে না 'দ্য কেরালা স্টোরি'। কিন্তু কেন? কলকাতায় এসে এই প্রশ্নই তুললেন ছবিটির নির্মাতারা। সুপ্রিম কোর্টের রায়ের পরও হল মালিকেরা কেন ছবিটি দেখাচ্ছেন না? ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং এসএসআর সিনেমাসের ডিরেক্টর শতদীপ সাহার কথায়, হল মালিকেরা ভয় পাচ্ছেন ছবিটি চালাতে।
অন্যদিকে দেশের বাজারে ছবির প্রথম ১৬ দিনের আয়ের তালিকা
প্রথম দিন - ৬.৭৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ১১ কোটি টাকা
তৃতীয় দিন - ১৬ কোটি টাকা
চতুর্থ দিন - ১০.২৫ কোটি টাকা
পঞ্চম দিন - ১১ কোটি টাকা
ষষ্ঠ দিন - ১১.৭৫ কোটি টাকা
সপ্তম দিন - ১১.৫০ কোটি টাকা
অষ্টম দিন - ১১.৫০ কোটি টাকা
নবম দিন - ১৮.৭৫ কোটি টাকা
দশম দিন - ২২.৭৫ কোটি টাকা
একাদশ দিন - ৯.৭৫ কোটি টাকা
দ্বাদশ দিন - ৮.২৫ কোটি টাকা
ত্রয়োদশ দিন - ৭ কোটি টাকা
চতুর্দশ দিন - ৬ কোটি টাকা
পঞ্চদশ দিন - ৫.৭৫ কোটি টাকা
ষোড়শ দিন - ৯ কোটি টাকা