নয়াদিল্লি: আসছে বলিউড পরিচালক রাম গোপাল বর্মার (Ram Gopal Verma) ছবি 'লড়কি' (Ladki)। চিন (China) ও ভারতের (India) যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে কোনও ছবি। আর কিছুদিনেই মুক্তি পাবে। পরিচালকের কথায়, 'মার্শাল আর্টস লেজেন্ড ব্রুস লি-কে (Bruce Lee) আমার শ্রদ্ধার্ঘ স্বরূপ "লড়কি"। তিনি আমাকে সবসময়ই খুব অনুপ্রাণিত করেছেন।'
দুই দেশের মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের (Galwan Valley clashes) পর এই প্রথম চিন-ভারতের যৌথ প্রযোজনায় ছবি তৈরি হচ্ছে। চিনা ভাষায় তৈরি ছবির নাম 'ড্রাগন গার্ল' (Dragon Girl)।
এযাবৎ একাধিক বলিউডে হিট ছবির তালিকা রয়েছে পরিচালক রাম গোপাল বর্মার নামে। 'সত্য' (Satya), 'সরকার' (Sarkar), 'কোম্পানি' (Company), 'রঙ্গিলা' (Rangeela), 'রাত' (Raat) এগুলির মধ্য়ে অন্যতম। তবে পরিচালকের কথায় ব্রুস লির প্রতি তাঁর ভালবাসা শুধুমাত্র মার্শাল আর্টসেই থেমে নেই। 'মানুষটির একটি অন্তর্নিহিত দর্শন ছিল, যা তাঁকে অমর করে তুলেছে। সেই স্পিরিটটাই "লড়কি" ছবিতে আমি ধরতে চেষ্টা করেছি। আমার ছবির নায়ক একজন মহিলা কারণ আমি যাঁকে আদর্শ মনে করি তাঁর কাছে কোনও পুরুষ ঘেঁষতে পারে না।'
রাম গোপাল বর্মার কথায় মানুষের অন্ধকার দিকটাই তাঁকে বেশি রোমাঞ্চিত করে। 'সাধারণ মানুষদের আমার ভীষণ একঘেয়ে লাগে। (Normal people bore me as does normal situations and families) আমার এমন কিছু বিষয় নেওয়ার প্রবণতা রয়েছে যা আমাকে রোমাঞ্চিত করে।'
কোনওদিন কোনও ফিল্ম স্কুলে যাননি রাম গোপাল বর্মা। তবে বিভিন্ন বিদেশি সিনেমায় নিজেকে ডুবিয়ে রাখতেন। সেই থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি 'সত্য'-এর মতো ছবি তৈরি করেছিলেন। এবার তাঁর 'লড়কি' ছবির অপেক্ষায় অনুরাগীরা।