কলকাতা: বড়পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ, শুক্রবার ঘোষণা করা হয়েছে নতুন ছবি 'দ্রৌপদী'র (Draupadi) নাম, প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) প্রযোজনায় দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। 


'দ্রৌপদী'র ভূমিকায় রুক্মিণী মৈত্র, পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়


পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই 'বিনোদিনী - একটি নটির উপাখ্যান' ছবির কাজ শেষ করেছেন রুক্মিণী মৈত্র। সেই ছবিরও প্রযোজক 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'। এবার সেই একই পরিচালক-প্রযোজক-অভিনেত্রীর ট্রায়ো নিয়ে আসতে চলেছে নতুন ছবি 'দ্রৌপদী'। প্রকাশ্যে এলেছে প্রথম টিজার পোস্টার। 


এদিন নির্মাতাদের তরফে যে টিজার প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে সিংহের মুখ, যার সামনে সিংহাসন। তারও সামনে জ্বলছে যজ্ঞের আগুন। গোটাটা দেখে মনে হচ্ছে গুহার মধ্যে অবস্থিত, জ্বলছে মশালও। এটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'গর্বের সঙ্গে আমরা আমাদের পরবর্তী ছবির নাম ঘোষণা করছি, 'দ্রৌপদী', যা শ্রীমতি প্রতিভা রায়ের লেখা 'যাজ্ঞসেনী' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। ছবির পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়, নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র। আপনাদের সকলের থেকে শুভেচ্ছা চাই।'


 






ছবির নাম ঘোষণা ও টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মত অনেকের। কেউ কেউ ভাবছেন এই ছবি হতে চলেছে 'মহাভারত' মহাকাব্যের আধুনিক সংস্করণ। কিন্তু নির্মাতাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এটি আধুনিক সংস্করণ হবে না, বরং ৫০০০ বছর আগের গল্প নিয়েই পৌরাণিক ছবি হবে এটি। 


সদ্য প্রকাশিত টিজার পোস্টার সম্পর্কে পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, 'আগুনের থেকে জন্ম হয়েছিল দ্রৌপদীর। পোস্টারের যজ্ঞের ছবি তারই প্রতীক। কৌরবদের দ্বারা অপমানিত হওয়ার পর দুঃশাসনের রক্ত দিয়ে রক্তস্নান করার যে ব্রত দ্রৌপদী নিয়েছিলেন তার প্রতিনিধিত্ব করে পোস্টারের সিংহ। দ্রৌপদীর প্রথমে রাজকুমারী এবং পরবর্তীকালে পাণ্ডবদের রানি হয়ে ওঠার প্রতীক পোস্টারের সিংহাসন। এবং সবশেষে পোস্টারে যে পাঁচ তীর ও একটি ধনুক দেখা যাচ্ছে, তার অর্থ একা দ্রৌপদীকে যে বিয়ে করতে হয়েছিল পাঁচ ভাইকে (যুধিষ্ঠীর, ভীম, অর্জুন, নকুল ও সহদেব)।'


আরও পড়ুন: Telly Masala Update: দুর্ভিক্ষ থেকে গ্রামকে রক্ষা করল তারা, ফের নতুন চ্যালেঞ্জের মুখে পাখি, নজরে সাপ্তাহিক টেলি মশালা


প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে বাংলা ভাষায়, কিন্তু এটি একটি 'প্যান ইন্ডিয়া' ছবি হতে চলেছে। অর্থাৎ ছবি মুক্তি পাবে একাধিক ভারতীয় ভাষায়। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে শ্যুটিং। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, হায়দরাবাদ বা মহারাষ্ট্রে হবে ছবির শ্যুটিং। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শ্যুটিং হওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি নির্মাতাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial