মুম্বই: শুরু 'রামসেতু' তৈরির কাজ। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অক্ষয়কুমার। লিখলেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ শুরু হল আজ থেকে।' গোল ফ্রেমের চশমা ও গলায় স্ক্রার্ফ, অক্ষয়ের নতুন লুকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।


আজ থেকে শুরু হল 'রাম সেতু'-র শ্যুটিং। আজ রাম ও সীতার ছবিকে পুজো করে শুরু হল শ্যুটিং। অক্ষয়কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির কাজ আজ থেকে শুরু হল। 'রামসেতু'-র শ্যুটিং শুরু হল। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে আমাকে। আমার নতুন লুক আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য জানা আমার জরুরি।' নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। 



অক্ষয়কুমারের নতুন এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকে। ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হবে মুম্বইতে। তবে কিছু অংশের শ্যুটিং রয়েছে অযোধ্যাতেও। গত বছর দিওয়ালিতে ‘রাম সেতু’র ঘোষণা সেরেছিলেন অক্ষয় কুমার। ‘রাম সেতু’র পরিচালনায় রয়েছেন অভিষেক শর্মা। ছবিতে রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন অক্ষয়। গত ১৮ মার্চ অযোধ্যায় ছবির মহরত হয়েছিল। 



গত বছর ডিসেম্বরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে অযোধ্যায় এই ছবির শ্যুটিংয়ের অনুমতিও চেয়েছিলেন অক্ষয়, নিরাশ করেননি যোগীও। সেই মতোই শুরু হয়েছে শ্যুটিং। ভিএফএক্স এফেক্ট দিতে ছবিতে তুলে ধরা হবে প্রাচীন ভারতকে। ছবির প্রযোজক বিক্রম মলহোত্র জানিয়েছেন, 'এই ছবির মধ্যে দিয়ে প্রাচীন ভারত সম্পর্কে জানতে পারবেন দর্শকরা।'


রামমন্দির নির্মাণে মোটা টাকা ডোনেশন দিয়ে এর আগেও শিরোনামে এসেছিলেন অক্ষয়। তিনি নিজেও করেছেন বলে জানিয়ে ভক্ত-গুণগ্রাহীদেরও অযোধ্যায় রামমন্দির নির্মাণে ডোনেশন দিতে আবেদন করেছিলেন অক্ষয় কুমার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাতে রামায়ণের একটি কাহিনির বর্ণনা দিয়েই রামমন্দির তৈরির জন্য ভক্তদের ডোনেশন দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন বলিউড তারকা। উল্লেখ করেছেন যে, তিনি নিজেও ডোনেট করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ৫৩বছর বয়সি সফল বলিউড অভিনেতা ভিডিওর সঙ্গে ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'অযোধ্যায় শ্রীরামের চোখজুড়োনো মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, এটা জেনে দারুণ ভাল লাগছে। খুশির খবর। এবার আমাদের তাতে অবদান দেওয়ার পালা। আমি শুরু করেছি, আশা করছি, আপনারাও সামিল হবেন। জয় শ্রী রাম।'